উর্মিলা (Urmila Matondkar) আর বলেন, যাদের ১৩ টা করে ছবি ফ্লপ তাদের নিয়ে কেউ কিছু বলেননি। তাদের প্রশংসা করলেও অভিনেত্রী হিসেবে আমাকে বিবেচিত করা হয়নি। তবে আমার কোনও পুরস্কারের প্রয়োজন ছিল না। আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি আমার লিপে গান গেয়েছিলেন , এটাই ছিল আমার বড় জয়।