'ঠোঁটে কি বোলতা কামড়েছে', চরম কটাক্ষের মুখে অর্জুনের প্রেমিকা, কড়া জবাব গাব্রিয়েলার

বলি অভিনেতা অর্জুন রাম পাল ও তার প্রেমিকা গাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। নেটপাড়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে। কাটাছেড়া পোশাকে শরীরী ভাঁজে সর্বদাই নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নেন অর্জুনের প্রেমিকা। দীর্ঘদিন ধরেই অর্জুন রাম পালের সঙ্গে রিলেশনশিপে রয়েছেন গ্যাব্রিয়েলা। সম্প্রতি স্কিন কেয়ারের একটি ভিডিও পোস্ট করেই ট্রোলের মুখে পড়েছেন অর্জুনের প্রেমিকা।
 

Riya Das | Published : Feb 1, 2022 3:18 AM IST
19
'ঠোঁটে কি বোলতা কামড়েছে', চরম কটাক্ষের মুখে অর্জুনের প্রেমিকা, কড়া জবাব গাব্রিয়েলার

বলি অভিনেতা অর্জুন রাম পাল  ( Arjun Ram pal) এবং তার গার্লফ্রেন্ড গাব্রিয়েলা (Gabriella Demetriades) সবসময়ের লাইমলাইটে রয়েছেন।অর্জুন-গাব্রিয়েলার ঘনিষ্ঠ রসায়ন বরাবরই নজর কাড়ে নেটিজেনদের। 

29


কাটাছেড়া পোশাকে শরীরী ভাঁজে সর্বদাই নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নেন অর্জুনের  ( Arjun Ram pal) প্রেমিকা । দীর্ঘদিন ধরেই অর্জুন রাম পালের সঙ্গে রিলেশনশিপে রয়েছেন গ্যাব্রিয়েলা (Gabriella Demetriades) । 

39

সম্প্রতি স্কিন কেয়ারের একটি ভিডিও পোস্ট করেই ট্রোলের মুখে পড়েছেন অর্জুনের  ( Arjun Ram pal) প্রেমিকা (Gabriella Demetriades) । নিজের ইনস্টাগ্রামে রূপচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন অর্জুনের প্রেমিকা। যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

49


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন গাব্রিয়েলা। ভিডিও প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী (Gabriella Demetriades)।  একের পর এক কমেন্টে ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়ায় পাতা। নিজের ঠোঁট নিয়ে বেজায় সমস্যায় পড়েছেন মডেল অভিনেত্রী।

59

স্কিন কেয়ারের এই ভিডিওতে এক ব্যক্তি গ্যাব্রিয়েলার (Gabriella Demetriades) ঠোঁট নিয়ে কমেন্ট করেন। কমেন্টে লেখেন, আপনার ঠোঁট দেখে মনে হচ্ছে কোনও বোলতা কামড় দিয়েছে।  তোমরা যেমন দেখতে তা নিয়ে সন্তুষ্ট থাকো না কেন, নিজেকে আরও সুন্দর করার জন্য বোলতার কামড় কি খেতেই হবে।

69


 ট্রোলের মুখে পড়ে নেটিজেনদের যোগ্য জবাব দিয়েছেন অর্জুনের  ( Arjun Ram pal) বান্ধবী গাব্রিয়েলা (Gabriella Demetriades) । তিনি সটান জানিয়েছেন, কথাটা শুনে খুব হাসি পেল। তবু জানিয়ে রাখি, আমি  কোনও বোলতার কামড় খাইনি। আমার ঠোঁটদুটোই এরকম।

79

অর্জুনের বান্ধবী ( Arjun Ram pal)  গাব্রিয়েলা মাঝেমধ্যেই  খবরের শিরোনামে থাকেন। নিজেদের উষ্ণ মুহূর্তের ছবি দিয়ে লাইমলাইটে থাকেন অর্জুন-গাব্রিয়েলা। নিজের ইনস্টাগ্রামেই স্বামী, ছেলের সঙ্গে আনন্দ মুহূর্তের ছবি শেয়ার করেন গাব্রিয়েলা (Gabriella Demetriades)।

89

স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ইতি টেনে গাব্রিয়েলার সঙ্গেই ঘর বেধেছেন অর্জুন। অর্জুনের দুই মেয়ের সঙ্গেও দেখা গেছে ( Arjun Ram pal) অর্জুনের বান্ধবী  (Gabriella Demetriades)।

99

গতবছরই মডেল অভিনেত্রী গাব্রিয়েলাকে  (Gabriella Demetriades) বিয়ে না করেও সন্তানের জন্ম দিয়েছেন অর্জুন  ( Arjun Ram pal) । তারপর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন এই যুগল। সর্বদাই খুল্লামখুল্লা প্রেমে মজে থাকেন এই যুগল।

Share this Photo Gallery
click me!

Latest Videos