একাধিকবার শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এখনও পর্যন্ত আর্থার রোড জেলের কারাগারেই রয়েছে আরিয়ান (Aryan khan)।শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদকমামলার মোড় যেন ক্রমশ অন্যদিকে ঘুরে যাচ্ছে।
29
গত সপ্তাহেও টানা পিছিয়ে গিয়েছে আরিয়ানের জামিনের শুনানি। ২৬ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আরিয়ানের জামিনের শুনানি হতে চলেছে বম্বে হাই কোর্টে ( Bombay High Court)।
ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশন কোর্ট খারিজ করেছে জামিনের আবেদন। এবার খান পরিবার তথা গোটা দেশ তাকিয়ে রয়েছে হাই কোর্টের শুনানিতে।
59
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনানি। ৫৭ নম্বরে তালিকাভুক্ত রয়েছে আরিয়ানের জামিনের আবেদন। এবার আরিয়ানের জন্য নতুন আইনজীবী নিয়োগ করেছেন।
69
উচ্চ আদালতে সতীশ মানশিন্ডে বা অমিত দেশাই নয়, আরিয়ানের হয়ে সওয়াল জবাব করতে দেখা যাবে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতদিকে।
79
বর্তমানে মাদককান্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতারের পরই খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। দীর্ঘদিন ধরেই আর্থার রোড জেলের হাজতের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে আরিয়ানের।
89
মাদককান্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতারের পরই খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। উৎসবের মরশুম বিষন্নতার আবহ চলছে মন্নতে। ছেলের জন্য কঠিন ব্রত পালন করেছেন মা গৌরী খান।
99
আজ কি মন্নতে ফেরা হবে আরিয়ানে, কী রয়েছে শাহরুখ পুত্রের ভাগ্যে, তা জানতেই মুখিয়ে গোটা দেশ, সকলের নজর রয়েছে হাই কোর্টের শুনানিতে।