Aryan Khan Drug Case- আজ কি মন্নতে ফিরবে আরিয়ান, শাহরুখ পুত্রের জামিনের শুনানিতে তাকিয়ে গোটা দেশ

আর্থার রোড জেলেই রয়েছে বলিউডের বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান। শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন বারংবার খারিজ করে দিয়েছে আদালত। গত সপ্তাহেও টানা পিছিয়ে গিয়েছে আরিয়ানের জামিনের শুনানি।  ২৬ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আরিয়ানের জামিনের শুনানি হতে চলেছে বম্বে হাই কোর্টে। বিচারপতি নীতিন সাম্বরেপ এজলাসে হবে আরিয়ানের মামলার শুনানি। ৫৭ নম্বরে রয়েছে আরিয়ানের জামিনের আবেদন, আজ কি মন্নতে ফেরা হবে আরিয়ানে, কী রয়েছে শাহরুখ পুত্রের ভাগ্যে, গোটা দেশের নজর হাই কোর্টের শুনানিতে।

Riya Das | Published : Oct 26, 2021 7:52 AM IST / Updated: Oct 26 2021, 01:37 PM IST
19
Aryan Khan Drug Case- আজ কি মন্নতে ফিরবে আরিয়ান, শাহরুখ পুত্রের জামিনের শুনানিতে তাকিয়ে গোটা দেশ

 একাধিকবার শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন  খারিজ করে দিয়েছে আদালত। এখনও পর্যন্ত আর্থার রোড জেলের কারাগারেই রয়েছে আরিয়ান (Aryan khan)।শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদকমামলার মোড় যেন ক্রমশ অন্যদিকে ঘুরে যাচ্ছে। 

29

গত সপ্তাহেও টানা পিছিয়ে গিয়েছে আরিয়ানের জামিনের শুনানি।  ২৬ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আরিয়ানের জামিনের শুনানি হতে চলেছে বম্বে হাই কোর্টে ( Bombay High Court)।

39

 বম্বে হাইকোর্টে শাহরুখ পুত্রের জামিনের মামলার প্রথম শুনানি।  বিচারপতি নীতিন সাম্বরেপ এজলাসে হবে আরিয়ানের মামলার শুনানি। ৫৭ নম্বরে রয়েছে আরিয়ানের জামিনের আবেদন। 
 

49


ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশন কোর্ট খারিজ করেছে জামিনের আবেদন। এবার খান পরিবার তথা গোটা দেশ তাকিয়ে রয়েছে হাই কোর্টের শুনানিতে।
 

59

 কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনানি। ৫৭ নম্বরে তালিকাভুক্ত রয়েছে আরিয়ানের জামিনের আবেদন। এবার আরিয়ানের জন্য নতুন আইনজীবী নিয়োগ করেছেন।

69

উচ্চ আদালতে সতীশ মানশিন্ডে বা অমিত দেশাই নয়, আরিয়ানের হয়ে সওয়াল জবাব করতে দেখা যাবে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতদিকে।
 

79

বর্তমানে মাদককান্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতারের পরই খুবই খারাপ  সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। দীর্ঘদিন ধরেই আর্থার রোড জেলের হাজতের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে আরিয়ানের।

89

 মাদককান্ডে বড় ছেলে আরিয়ান গ্রেফতারের পরই খুবই খারাপ  সময়ের মধ্য দিয়ে যাচ্ছে খান পরিবার। উৎসবের মরশুম বিষন্নতার আবহ চলছে মন্নতে।  ছেলের জন্য কঠিন ব্রত পালন করেছেন মা গৌরী খান।

99

আজ কি মন্নতে ফেরা হবে আরিয়ানে, কী রয়েছে শাহরুখ পুত্রের ভাগ্যে, তা জানতেই মুখিয়ে গোটা দেশ, সকলের নজর রয়েছে হাই কোর্টের শুনানিতে। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos