বান্ধবীদের অন্তর্বাস-স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখত মাদক, ৪ বছর ধরে ড্রাগ সেবনের কথা স্বীকার আরিয়ানের

Published : Oct 04, 2021, 02:33 PM IST

মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান।  মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের অভিযোগ উঠেছে আরিয়ানের বিরুদ্ধে। প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান নিজেই। এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের লেন্স রাখার বাক্স থেকে বান্ধবীদের স্যানিটারি প্যাড এমনকী অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও মাদক লুকিয়ে রাখতেন আরিয়ান। দীর্ঘ ৪ বছর ধরে  মাদক নেওয়ার কথা জেরায় স্বীকার করে নিয়েছেন। এমনকী শেষমেষ নিজেকে ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান।  

PREV
19
বান্ধবীদের অন্তর্বাস-স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখত মাদক, ৪ বছর ধরে ড্রাগ সেবনের কথা স্বীকার আরিয়ানের

গত শনিবার মাঝরাতে রেভ পার্টি থেকে মাদককান্ডে (NCB) এনসিবি-হাতে ধরা পড়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan) সহ আর ৭ জন। 

29

রবিবার সারাদিন জেরার পর দুপুর ২ টোয় গ্রেফতার করা আরিয়ানকে। আজই তাদের আদালতে তোলা হবে। গত রবিবার দিনভর বির্তকে থেকেছেন শাহরুখ খান। মাদক মামলায় ছেলের গ্রেফতারিতে কাঠগড়ায় গাঁড় করিয়েছে শাহরুখকে।  

39


গত শনিবার রাতে গোয়াগামী প্রমোদতরী থেকে মাদক-সহ আটক করা হয় ৮ জনকে। সেই তালিকায় সবথেকে হাইপ্রোফাইল নাম ছিল আরিয়ান খান। জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এই অপারেশন চালায় এনসিবি। 

49


 প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান নিজেই। একটানা ১৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরই মাদক সেবনের কথা স্বীকার করেছে আরিয়ান। 

59


এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের লেন্স রাখার বাক্স থেকে বান্ধবীদের স্যানিটারি প্যাড এমনকী অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও মাদক লুকিয়ে রাখতেন আরিয়ান।

69


এই প্রথমবার মাদক সেবনের কথা বললেও গভীর তদন্তে উঠে এসেছে আসল তথ্য। দীর্ঘ ৪ বছর ধরে  মাদক নেওয়ার কথা জেরায় স্বীকার করে নিয়েছেন। 

79

এমনকী শেষমেষ নিজেকে ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। জানা গিয়েছে, দুবাই, লন্ডন, আরও অন্যান্য দেশে গিয়েও নেশা করতেন আরিয়ান।
 

89

এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে। নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা মিলেছে আরিয়ানের থেকে । এছাড়াও ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস ছিল আরিয়ানের কাছে। 

99

এমনকী শেষমেষ নিজেকে ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। জানা গিয়েছে, দুবাই, লন্ডন, আরও অন্যান্য দেশে গিয়েও নেশা করতেন আরিয়ান।

click me!

Recommended Stories