Aryan Khan Drug Case - ভয় দেখানো হচ্ছে আমাকে, গ্রেফতারের ভয়েই কি আদালতের দ্বারস্থ NCB কর্তা সমীর


শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদকমামলার মোড় যেন ক্রমশ অন্যদিকে ঘুরে যাচ্ছে। এখনও পর্যন্ত আর্থার রোড জেলের কারাগারেই রয়েছে আরিয়ান।  জামিনের আবেদন  খারিজ হয়েছে বহুবার। তবে এবার আরিয়ানকে গ্রেফতার করা এনসিবি-র দাবাং অফিসার সমীর ওয়াংখেড়েকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাকে নাকি ভয় দেখানো হচ্ছে, এমনকী নাকি গ্রেফতার করাও হতে পারে। এমনই আশঙ্কা করে এবার আদালতের দ্বারস্থ হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক মামলার নেপথ্যে থাকা এনসিবি-র তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে।
 

Riya Das | Published : Oct 26, 2021 10:06 AM
110
Aryan Khan Drug Case - ভয় দেখানো হচ্ছে আমাকে, গ্রেফতারের ভয়েই কি আদালতের দ্বারস্থ  NCB কর্তা সমীর

 একাধিকবার (Shahrukh Khan) শাহরুখ পুত্র আরিয়ানের (Aryan Khan) জামিনের আবেদন  খারিজ করে দিয়েছে আদালত। এখনও পর্যন্ত আর্থার রোড জেলের কারাগারেই রয়েছে আরিয়ান।শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদকমামলার মোড় যেন ক্রমশ অন্যদিকে ঘুরে যাচ্ছে। 

210


এনসিবি-র (NCB) দাবাং অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাকে নাকি ভয় দেখানো হচ্ছে, এমনকী নাকি গ্রেফতার করাও হতে পারে।

310

 এমনই আশঙ্কা করে এবার আদালতের দ্বারস্থ হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলার নেপথ্যে থাকা এনসিবি-র তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)।

410

সমীরই যেন পুরো মাদকমামলার হিরো। বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে।  অর্থের বিনিময়ে আরিয়ানের (Aryan Khan drug Case) বিরুদ্ধে সাক্ষ্য জোগাড়েরও অভিযোগ উঠেছে। অনেকেই সমীরের (Sameer Wankhede)  বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলছেন।

510


এহেন পরিস্থিতিতে রীতিমতো গভীর আশঙ্কায় ভুগছেন সমীর (Sameer Wankhede)। এবং নিজের সুরক্ষা চাইতেই গত রবিবার মুম্বই পুলিশ কমিশনরের কাছে গিয়েছিলেন এবং সোমবারই দ্বারস্থ হলেন আদালতের।

610

এনসিবি-র (NCB) তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) বলেন, 'গত ১৫ বছর ধরে কাজ করছি। কিন্তু কোনওদিন আমার ব্যক্তিগত জীবন আর কাজ নিয়ে এমন অভিযোগ ওঠেনি'।

710

মাদকমামলায় হলফনামাও জমা দিয়েছেন এনসিবি-র (NCB) জোনাল ডিরেক্টের সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। তিনি অভিযোগ করেন, তাকে ভয় দেখানো হচ্ছে,এমনকী তদন্ত নষ্ট করারও চেষ্টা করা হচ্ছে। হলফনামা গ্রহণ করতে আদালতকে (Court) অনুরোধ করেন সমীর।

810

গত রবিবারই সমীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন মাদক মামলার এক প্রত্যক্ষদর্শী। আরিয়ানের বিরুদ্ধে কথা বলা জন্য কোটি কোটি টাকা অফার করা হচ্ছে বলে দাবি তার।

910

তারপর থেকেই বিতর্ক জড়িয়েছেন সমীর ওয়াংখেড়ে। এরপরই তড়িঘড়ি আদালতের দ্বারস্থ হন সমীর। আরিয়ান খান মাদকমামলায় এবার সকলেরই নিশানায় রয়েছেন এনসিবি-র তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে ।

1010

আপাতত রুদ্ধদ্ধার কক্ষেই দিন কাটছে আরিয়ান খানের (Aryan Khan)।  সাধারণ কয়েদির মতোই জেলের বদ্ধ কুটুরিতে থাকছেন আরিয়ান। কোন দিকে মোড় নেবে তদন্ত, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos