বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুরের (Arjun Kapoor) সম্পর্ক নিয়ে সর্বদাই সরগরম বলিপাড়া। বয়স যত বাড়ছে ততই যেন রোম্যান্টিক হচ্ছেন মালাইকা আরোরা। তার হটনেসে কুপোকাত ভক্তরা।
29
বলিউডে বিয়ের মরশুমের মধ্যে এবার টিনসেল টাউনে সবথেকে চর্চিত কাপল মালাইকা আরোরা (Malaika Arora) ও অর্জুন কাপুরের (Arjun kapoor) সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
39
দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন (Malaika Arora) মালাইকা-অর্জুন (Arjun Kapoor) । পার্টি থেকে ডিনার ডেট সর্বত্রই একসঙ্গে দেখা যায় তাদের। কিছুদিন আগেই মলদ্বীপ থেকে ঘুরে এলেন মালাইকা ও অর্জুন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
49
এবার অর্জুন মালাইকার বিয়ের খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ২০২২ সালেই নাকি বিয়ের যোগ রয়েছে (Malaika Arora) মালাইকা-অর্জুনের (Arjun Kapoor)। ভাগ্য গগণা করে ভবিষ্যৎবাণী জানিয়ে দিলেন বিখ্যাত তারকা জ্যোতিষী।
59
তারকা জ্যোতিষী ও ফেস রিডার জগন্নাথ গুরুজি এবার ভাগ্য গণনা করলেন অর্জুন ও মালাইকার। তবে শুধু ভাগ্য গণনা নয়, মুখ দেখেই তিনি জানিয়েছেন, (Malaika Arora) মালাইকা ও অর্জুনের (Arjun Kapoor) বন্ডিং খুবই ভাল। একে অপরকে ভরসা করেন এবং বিশ্বাস করেন।
69
তিনি আরও বলেছেন, অনেক আপস অ্যান্ড ডাউনের মাঝেও তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ মালাইকা (Malaika Arora) সবসময় বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেয় এবং অর্জুন সবকিছু আবেগ দিয়ে ভাবে। আর এই বিপরীত স্বভাবের জন্যই তাদের মধ্যে এত মিল।
79
তারকা জ্যোতিষী ও ফেস রিডার জগন্নাথ গুরুজি জানিয়েছেন, (Malaika Arora) মালাইকা ও অর্জুন (Arjun Kapoor) খুব শীঘ্রই নিজেদের সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। শুধু তাই নয় ২০২২ সালেই তাদের বিয়ের যোগ রয়েছে বলেও জানিয়েছেন তারকা জ্যোতিষী।