একাধিকবার বচ্চন পরিবার সেজে উঠেছে তাঁরই পোশাকে, অস্বাভাবিক মৃত্যু ডিজাইনার শর্বরী দত্তের

বাঙালির পোশাকের এক যুগ বদল ঘটেছিল তাঁরই হাত ধরে। পুরুষ পোশাকে রঙিন ধুতির চল এনেছিলেন তিনি, কলকাতা থেকে মুম্বই, চলচ্চিত্র জগত থেকে আমজনতার বিয়ের সাজ, শর্বরী দত্ত ছিলেন কলকাতার ফ্যাশন জগতের প্রাণ কেন্দ্র। যাঁর পোশাক একাধিকবার পরেছে বচ্চন পরিবারও। 

Jayita Chandra | Published : Sep 18, 2020 3:47 AM IST
18
একাধিকবার বচ্চন পরিবার সেজে উঠেছে তাঁরই পোশাকে, অস্বাভাবিক মৃত্যু ডিজাইনার শর্বরী দত্তের

চোখের বালির শ্যুটিং-এ কলকাতায় এসেছিলেন ঐশ্বর্য রাইয়ের মা। তখন শ্যুটিং চলছে পুরো দমে। 

28

এরই মাঝে শর্বরী দত্তের স্টোরে হাজির হয়েছিলেন ঐশ্বর্যের মা বৃন্দা রাই। এক সঙ্গে সেদিন অনেক শপিং করেছিলেন। 

38

এরপর আসে ঐশ্বর্য অভিষেকের বিয়ের পালা। তড়িঘড়ি মেয়ের বিয়ের পোশাকের জন্য ফোন আসে শর্বরী দত্তের কাছে। 

48

তাঁর কাছ থেকেই পোশাক গিয়েছিল বচ্চন পরিবারে। সেজে উঠেছিলেন সকলেই।

58

কেবল ঐশ্বর্য অভিষেকের বিয়ের পোশাকই নয়, ছবির শ্যুটে অভিষেকের জন্যও বানিয়েছিলেন তিনি পোশাক। 

68

তিনি হলেন শর্বরী দত্ত। যাঁর ডিজাইনে সেজে উঠেছে পুরুষ সমাজ এক ভিন্ন লুকে। 

78

সেই বিখ্যাত টলিউড ফ্যাশেনিস্তা আজ প্রয়াত। বৃহস্পতিবার রাতেই মিলল মৃতদেহ। 

88

শর্বরী দত্ত আর নেই, টলিউডে শোকের ছায়া, বর্তমানে তাঁর মৃত্যদেহ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে এনআরএস-এ।  

Share this Photo Gallery
click me!

Latest Videos