জয়সলমীরে শ্যুটিং করতে গিয়ে বিপাকে বচ্চন পান্ডে টিম, ঠিক কী কারণে খেপে উঠল স্থানীয় বাসিন্দারা

Published : Jan 31, 2021, 11:58 AM IST

অতিমারীর পর আবারও স্বাভাবিক হয়েছে বিনোদন জগত। একে একে শ্যুটিং শুরু হয়েছে বিভিন্ন সিনেমার। তারই মাঝে ঝড়ের বেগে ছবির শ্যুটিং শেষ করছেন অক্ষয় কুমার। বেলবটনের পর এবার লক্ষ্যে বচ্চন পান্ডে। ঠিক কী ঘটল এই ছবির শ্যুটিং সেটে ! 

PREV
19
জয়সলমীরে শ্যুটিং করতে গিয়ে বিপাকে বচ্চন পান্ডে টিম, ঠিক কী কারণে খেপে উঠল স্থানীয় বাসিন্দারা

শ্যুটিং শুরু হয়েছে অক্ষয় কুমারের আগামী ছবি বচ্চন পান্ডের। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবিতে অক্ষয়ের লুক। 

29

মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে এই ছবিতে অক্কির স্টানিং লুক। সেই ছবির শ্যুটিং নিয়েই এখন ব্যস্ত আছেন অক্ষয় কুমার। 

39

পুরো শ্যুটিং টিম নিয়ে এখন তিনি জয়সলমীরে। সেখকানেই চলছে পুরো দমে ছবির শ্যুটিং। কিন্তু সেই শ্যুট নিয়ে মোটেও খুশি নয় স্থানীয় বাসিন্দারা। 

49

টিমের বিরুদ্ধে একাধিক অভিষোগ উঠে এলো প্রকাশ্যে। সমস্যা কোথায়! না একশো জনের বেশি সদস্যদের নিয়ে চলছে শ্যুটিং।

59

সেটে কেউই মেনে চলছে না করোনা বিধি। যা নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয়রা। এভাবে শুটিং চলা করোনা কালে বিপদ জনক। 

69

পাশাপাশি জয়সলমীরকে দেখানো হচ্ছে উত্তর প্রদেশ হিসেবে। তাতেও আপত্তি স্থানীয়দের। তাদের কথায় এতে ক্ষতিগ্রস্থ হতে পারে পর্যটন। 

 

79

এই নিয়েই আদিত্য শর্মা নামে এক বাসিন্দা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। তাতেই উল্লেখ রয়েছে এই অভিযোগ। 

89

এই অভিযোগের ভিত্তিতেই এবার বিপাকে পড়তে হয়েছে অক্কিকে। শ্যুটিং চলা নিয়ে স্থানীয়রা আপত্তি তোলা মানেই সিডিউলে বিভ্রান্তির সৃষ্টি। 

99

যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত। 

click me!

Recommended Stories