ইতিমধ্যেই ভিকি-ক্যাটের রাজকীয় (Katrina-Vicky Wedding) বিয়েতে সামিল হতে একে একে মুম্বই ছাড়ছেন বলিউড তারকারা। সকলেরই গন্তব্যই রাজস্থান। শুক্রবার সকালেই পুরো পরিবারের সঙ্গে এয়ারপোর্টে দেখা গিয়েছে পরিচালক কবীর খানকে। এছাড়াও করণ জোহর, ফারহা খান, নিত্যা মেহরা,অমিত ঠাকুর, নেহা ধুপিয়া , অঙ্গদ বেদি সহ আরও অনেকেই ধরা দিয়েছেন পাপারাৎজির ক্যামেরায়।