Katrina-Vicky : বিয়ের আগেই গোপনে সহবাস, গভীর রাতে ক্যাটের বাড়িতে ভিকির পর্দাফাঁস


বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের হাই প্রোফাইল বিয়ে নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। চলতি বছরের ডিসেম্বরেই রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে  বলিউডে। এই খবরের মধ্যেই সোমবার রাতে ক্যাটরিনার বাড়ির সামনে দেখা গেল ভিকি কৌশলকে। যদিও মাঝেমধ্যেই গভীর রাতে ক্যাটের ফ্ল্যাটে কোয়ালিটি টাইম কাটাতে চলে আসছেন ভিকি কৌশল, ফের বিয়ের আগে ক্যাটের ফ্ল্যাটে দেখা গেল ভিকিকে। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

Riya Das | Published : Nov 30, 2021 2:11 PM
110
Katrina-Vicky : বিয়ের আগেই গোপনে সহবাস, গভীর রাতে ক্যাটের বাড়িতে ভিকির পর্দাফাঁস


বলিউডের প্রথম সারির হিরোদের সঙ্গে ক্যাটের সম্পর্কের কথা সকলেরই জানা। তাকে নিয়ে সম্পর্ক গুঞ্জন সর্বদাই তুঙ্গে। যদিও  এসব এখন অতীত। বর্তমানে একাধিক সম্পর্ক থেকে বেরিয়ে টল-ডার্ক হ্যান্ডসাম হিরোর গলাতেই মালা দিতে চলেছেন বলিউডের ক্যাট (Katrina Kaif)।

210

ভিকি কৌশল ( Vicky kaushal) এবং ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)  নিয়ে সর্বদাই সরগরম টিনসেল টাউন। বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের হাই প্রোফাইল বিয়ে নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। চলতি বছরের ডিসেম্বরেই রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে  বলিউডে। 
 

310

 

বিয়ের খবরের মধ্যেই সোমবার রাতে ক্যাটরিনার বাড়ির সামনে দেখা গেল ভিকি কৌশলকে ( Vicky kaushal)। যদিও মাঝেমধ্যেই গভীর রাতে ক্যাটের (Katrina Kaif)  ফ্ল্যাটে কোয়ালিটি টাইম কাটাতে চলে আসছেন ভিকি কৌশল, ফের বিয়ের আগে ক্যাটের ফ্ল্যাটে দেখা গেল ভিকিকে। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

410

গভীর রাতে চুপিচুপি ক্যাটরিনার সাথে দেখা করে বেরোনোর সময়েই পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন ভিকি কৌশল ( Vicky kaushal)। যেখানে পিছনের সিটে বসে কারোর সাথে কথা বলতে দেখা যায় ভিকি কৌশলকে। ধূসর টি-শার্ট কালো গ্লাসে দেখা মিলেছে ভিকির।

510


অন্যদিকে সোমবার দুপুরের দিকে শপিং করতে দেখা যায় ক্যাটরিনার   (Katrina Kaif) মাকে। বিয়ের প্রস্তুতি যে জোরকদমে চলছে তা ভাল টের পাওয়া যাচ্ছে। আপতত বলিপাড়ার রাজকীয় বিয়ের সমস্ত খবর পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

610

সূত্রের খবর, সামনের সপ্তাহে মুম্বইতে রেজিস্ট্রি সারবেন  ( Vicky kaushal)  ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ   (Katrina Kaif) । তারপরেই  বিয়ের জন্য রাজস্থানে পাড়ি দেবেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হাই প্রোফাইল বিয়ের আসর বসতে চলেছে। যার প্রস্তুতিও তুঙ্গে।

710

মাঝেমধ্যেই গভীর রাতে ক্যাটরিনার  (Katrina Kaif) ফ্ল্যাটে চুপিচুপি কোয়ালিটি টাইম কাটাতেও আসেন ভিকি কৌশল  ( Vicky kaushal) । আর ফ্ল্যাট থেকে বেরোতে গিয়েই ধরাও পড়ে যান পাপারাৎজির ক্যামেরায়, যা মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

810

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশলের ( Vicky kaushal) বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ভক্তরা আসন্ন অনুষ্ঠানের সূত্রের খবর, রাজস্থানে জীবনের সবচেয়ে বিশেষ দিন উদযাপন করতে চলেছেন ভিকি-কৌশল।
 

910

রাজস্থানের রাজকীয় জায়গাতেই বসতে চলেছে ভিকি কৌশল ( Vicky kaushal)  এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)বিয়ের আসর। রাজস্থানের রণথম্বোর ন্যাশনাল পার্ক থেকে মাত্র ৩০ মিনিট দূরে সোয়াই মাধোপুরের একটি রিসর্ট ফোর্ট বারওয়ারাতে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের এই কাপল।

1010

বিখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার (Fashion Designer) সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকেই বিয়ের দিন সাজবেন ক্যাটরিনা। বিয়ের দিন লাল বেনারসী নয়, বরং লেহেঙ্গায় সাজবেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos