সম্প্রতি ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২১-এর ( British Fashion Awards 2021) একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ফোটো তোলার আগে প্রিয়ঙ্কার ওভারকোট রেড কার্পেটে সাজিয়ে দিচ্ছেন নিক, যাতে আরও বেশি গর্জিয়াস লাগে। নিক-প্রিয়ঙ্কার (Priyanka Chopra) এই রোম্যান্টিক মুহূর্তেই মজেছে নেটিজেনরা।