রবিবাসরীয় বিকেলে হর্ষ লিম্বাচিয়া সোশ্যাল সাইটে সকলের সঙ্গে শেয়ার করেছিলেন তাঁদের জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনার কথা। প্রেগনেন্সি শুটের একটি ছবি পোস্ট করে একটি হর্ট ইমোজি দিয়ে ওপরে লিখেছিলেন ইটস আ বয়, অর্থাৎ হর্ষ-ভারতীর জীবনে আসা ছোট্ট অতিথি এক লিটল প্রিন্স। সদ্যজতের ছবি অবশ্য নেটদুনিয়ায় শেয়ার করেন নি তাঁরা।