সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরলেন হর্ষ-ভারতী, লিটস প্রিন্সের মুখ রইল পেজ থ্রি-র আড়ালেই

সদ্যজাতকে নিয়ে হর্ষ-ভারতীর বাড়ি ফেরার ছবি এখন ঘোরাফেরা করছে নেটপাড়ায়। বেশিরভাগ ছবিতেই তাঁদের হাসিমুখের ছবিই ধরা পরেছে। তবে একটা ছবিতে দেখা যাচ্ছে সদ্যজাতকে হাত দিয়ে আড়াল করে কিছু বলছেন নিউলি মম ভারতী।

Kasturi Kundu | Published : Apr 8, 2022 8:22 AM IST
110
সদ্যজাতকে নিয়ে বাড়ি  ফিরলেন হর্ষ-ভারতী, লিটস প্রিন্সের মুখ রইল পেজ থ্রি-র আড়ালেই

 ছোট পর্দার জনপ্রিয় কমেডি সঞ্চালক ভারতী সিং এখন বিনোদুনিয়ার হট টপিক। কারন একটাই, ভারতীর কোলে এসেছে লিটল প্রিন্স। তাই পাপারাতজিদের ক্যামেরার ফ্ল্যাশ লাইট পরছে ভারতী সিং আর হর্ষ লিম্বাচিয়ার ওপর। 
 

210

তাঁদের প্রতিটি গতিপ্রকৃতিই হয়ে উঠছে পেজ থ্রি-র লেটেস্ট আইটেম। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাাসপাতালে ভারতীর কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। সদ্যজাতের জন্মের দুদিন পরই হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে নিউলি মম ভারতীকে। 
 

310

হাসপাতাল থেকে ছাড়ার পরই স্বাভাবিকভাবেই এবার বাড়ি ফেরার পালা। আর ঠিক তখনই হাজার ক্যামেরার ফ্ল্যাশব্লাব এসে পরেছে নিউলি প্যারেন্টেসের ওপর। তারপরই এক রত্তি শিশুকে নিয়ে হর্ষ-ভারতীর বাড়ি ফেরার ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

410

বেগুনি রঙের গাউনে নিউলি মাম্মি ভারতীর মুখে যেন রয়েছে আলাদাই গ্লো। লিটল প্রিন্সেসকে নিয়ে কোলে নিয়ে পিতৃত্বের এক অসামান্য অনুভূতির ছোঁয়া রয়েছে নিউলি ড্যাড হর্ষ লিম্বাচিয়ার মুখে। নতুন অতিথিকে কোলে নিয়ে ফেরার সময় পাপারাতদিজের সামনে হসি মুখে পোজ দিলেন সকলের প্রিয় এই দম্পত্তি। 

510

সদ্যজাতকে নিয়ে হর্ষ-ভারতীর বাড়ি ফেরার ছবি এখন ঘোরাফেরা করছে নেটপাড়ায়। বেশিরভাগ ছবিতেই তাঁদের হাসিমুখের ছবিই ধরা পরেছে। তবে একটা ছবিতে দেখা যাচ্ছে সদ্যজাতকে হাত দিয়ে আড়াল করে কিছু বলছেন নিউলি মম ভারতী।

610

বলিউডের অনেক তারকাই সদ্যজাতের ছবি প্রকাশ্যে আনতে চান না। তাঁদেরকে পেজ থ্রি-র লাইমলাইটে আনার ঘোর বিরোধী অনেক সেলেব মম। সেই তালিকায় হয়তো নতুন নাম যুক্ত হল ভারতীরও। 
 

710

গত ডিসেম্বরেই প্রেগনেন্সির কথা প্রকাশ্যে আনেন কমেডি স্টার সঞ্চালক ভারতী সিং। তাঁর কিছুদিন আগে অবশ্য বিনোদুনিয়ায় গুঞ্জন ছড়িয়েছিল যে, ভারতীর ঘরে নাকি লক্ষ্মী এসেছে। পরে একটি লাইভ ভিডিও-র মাধ্যমে এই ঘটনার সত্যতা অস্বীকার করেন হর্ষ ঘরণী। 
 

810

সদ্যজাতের জন্মের আগের দিন অর্থাৎ শনিবারও যেখানে হুনাারবাজের সেটে জমিয়ে সঞ্চালনা করেছেন তিনি, সঙ্গে ছিলেন ভারতীর হাবি হর্ষি লিম্বাচিয়াও। তখনও কিন্তু এই তারকা জুটির ভক্তরা গপনাক্ষরেও টের পান নি যে পরের দিনই সুখবর শোনাবেন এই দম্পত্তি।

910

রবিবাসরীয় বিকেলে হর্ষ লিম্বাচিয়া সোশ্যাল সাইটে সকলের সঙ্গে শেয়ার করেছিলেন তাঁদের জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনার কথা। প্রেগনেন্সি শুটের একটি ছবি পোস্ট করে একটি হর্ট ইমোজি দিয়ে ওপরে লিখেছিলেন ইটস আ বয়, অর্থাৎ হর্ষ-ভারতীর জীবনে আসা ছোট্ট অতিথি এক লিটল প্রিন্স। সদ্যজতের ছবি অবশ্য নেটদুনিয়ায় শেয়ার করেন নি তাঁরা। 
 

1010

 ২০১৭ সালে গোয়ায় চারহাত এক করে ভারতীর সঙ্গে নতুন জীবন শুরু করেন হর্ষ। আর ৩ এপ্রিল রবিবার তাঁদের জীবনকে পূর্ণ  রূপ দিল নতুন অতিথি। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos