অন্য একজন টুইটারে লিখেছেন, ভগবান ভাল মানুষকে তাড়াতাড়ি ডাকেন, তাদের মধ্যে কেউ রাজনীতিবিদ বা অভিনেতা বা সাংবাদিক । যেমন সিদ্ধার্থ শুক্লা, রোহিত সারদানা, সুশান্ত সিং রাজপুত, প্রমোদ মহাজন। অন্যদিকে কেলেঙ্কারী-দুর্নীতিগ্রস্ত লোকেরাই ৮০-১০০ বছর পর্যন্ত বেঁচে থাকেন।