দম্পতির মধ্যে দূরত্ব, এক অপরকে নিয়ে অপমানজনতক মন্তব্য, সরগরম 'বিগ বস ১৪'

বিগ বস ১৪-তে ক্রমশ বাড়ছে হিংসা, ঘৃণা, ঝগড়া। সিদ্ধার্থ শুক্লা, গওহর খান, হিনা খান বিগ বস হাউজের সিনিয়র সেজে আসার সময় সকলের অনুমান ছিল, অতিরিক্ত সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে তাঁরা যাওয়ার পর যেন হাউজমেটসদের মধ্যে সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নতুন সদস্যরা এসে কোনওভাবেই পুরনো সদস্যদের সঙ্গে মিলিমিশে থাকতে পারছে না। এরই মধ্যে জ্যাসমিন ভাসিন এবং কবিতা কৌশিকের মধ্যেই চলছে কথা কাটাকাটি। পরস্পরের সঙ্গে বন্ধুত্ব তো দূরের বিষয় ক্যাপ্টেন্সি কার্য নিয়ে শুরু হল নয়া লড়াই। 

Adrika Das | Published : Nov 20, 2020 10:58 PM
18
দম্পতির মধ্যে দূরত্ব, এক অপরকে নিয়ে অপমানজনতক মন্তব্য, সরগরম 'বিগ বস ১৪'


কার ধৈর্য কতখানি। এই পরীক্ষায় কে উত্তীর্ণ হবেন। আলি গোনি গোনি এবং এজাজ এই কার্যে হেরে যায়। 

28

তবে জ্যামিন এবং কবিতা দুজনের মধ্যেই কেউ হার মানতে রাজি নন। সেই নিয়ে মোড় ঘুরেছে এই নয়া কার্যের। 

38

এই টাস্কে বাগানের জায়গায় রাখা প্রতিটি আলাদা কাটবোর্ডের বাক্সের মধ্যে থাকতে হয়েছিল বাছাই করা সদস্যদের। 

48

আলি এবং এজাজ হেরে যাওয়ার পর নজর ঘুরেছে জ্যামিন এবং কবিতার দিকে। 

58

একে অপরকে মৌখিকভাবে অত্যাচার করতে করতেই ২৪ ঘন্টারও বেশি কাটিয়ে ফেলেছেন তাঁরা সেই বাক্সে। কে হবে বাড়ির আগামী ক্যাপ্টেন।

68

অন্যদিকে রুবিনা এবং অভিনবের ক্যাপ্টেন হিসেবে পছন্দ জ্যাসমিনকে। যার জন্য রুবিনা কবিতাকে সেই বাক্স থেকে সরাবার প্রস্তুতি নেয়। 

78

এতেই অভিনব তাঁর বিরোধিতা করলেই সেলেব দম্পতির মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। বিগ বসের কারণে কি সমস্যা সৃষ্টি হবে সেলেব দম্পতির মধ্যে। 

88


রাহুল অন্যদিকে সঞ্চালক হিসেবে খেলতে গিয়ে সঠিক সিদ্ধান্তে আসার আগেই অন্যান্য সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। রাহুল কি পারবে সঠিক সিদ্ধান্ত নিতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos