বিগ বস ১৪-এ পুলের মধ্যে 'অসভ্যতামি', বের করে দেওয়া হল বিকাশকে

বিগ বস ১৪-এ প্রথম দিন থেকেই শুরু হয়েছিল হিংসা, ঝগড়া, হাতাহাতি। অন্যান্য মরশুমে যেমনন এই ধরণের বিতর্ক তৈরি হতে খানিক সময় লাগে এই মরশুমে তা প্রথম দিন থেকেই চলছে। যার কারণে বেড়েছে বিগ বস-এর টিআরপিও। সলমন খান এবারে প্রায় হাপিয়ে উঠছেন সদস্যদের নিয়ে। ক্রমাগত এত সমস্যা হওয়ার কারণ কী। প্রত্যেক সদস্যই কি তবে আক্রমণাত্মক। তারই মধ্যে পুরনো মরশুমের সদস্যরা এসে আরও বেড়েছে সমস্যা। 

Adrika Das | Published : Dec 15, 2020 7:04 PM
18
বিগ বস ১৪-এ পুলের মধ্যে 'অসভ্যতামি', বের করে দেওয়া হল বিকাশকে

সম্প্রতি বিগ বস হাউজে প্রবেশ করেছিলেন বিকাশ গুপ্তা, ক্যাশ্মিরা শাহ, আরশি খান, রাখি সাওয়ান্ত, মন্নু পঞ্জাবী রাহুল মহাজন। 

28

এ বলে আমায় দেখে, ও বলে আমায়। নিজেদের মরশুমে এই সদস্যরা যথেষ্ঠ হাঙ্গামা করেছিলেন। 

38

এই সিজনেও তাই করতে এসেছেন। তবে সেই হাঙ্গামা করতেই গিয়ে ফাঁসলেন বিকাশ গুপ্তা। 

48

আরশি এবং বিকাশ গুপ্তা এর আগে এই সিজনে অংশগ্রহণ করেছিলেন।

58

যতই সমস্যা আসুক না কেন, তাঁদের বন্ধুত্ব ছিল অটুট। সেই বন্ধুত্বেই এবারে একেবারে ভেঙে গেল। 

68

আরশি, বিকাশের এক ব্যক্তিগত বিষয় নিয়ে বার বার তাঁকে হুমকি দিয়ে যাচ্ছিলেন। যার কারণে বিকাশ অত্যন্ত বিরক্ত হন। 

78

সেই বিরক্তির সীমা ছাড়াই আরশির সঙ্গে কথা কাটাকাটি চলতে চলতেই ধাক্কা মেরে স্যুইমিং পুলে ফেলে দেন। 

88

যার পরই বাড়ির প্রত্যেক সদস্য এই আচরণের নিন্দা করেন। এবং সেই মুহূর্তেই বিকাশকে বের করে দেওয়া হয় অনুষ্ঠান থেকে। সেই নিয়ে এখন তোলপাড় টেলিজগৎ।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos