নিজের ইনস্টাগ্রামে প্রিয় তিন পুরুষের ছবি শেয়ার করলেন করিনা। সেই প্রিয় তিন পুরুষ হল সইফ আলি খান, ইব্রাহিম খান, এবং তৈমুর আলি খান। একফ্রেমে পতৌদির নবাবদের ছবি পোস্ট করে সইফ লিখেছেন, 'এরাই আমার প্রিয় তিন পুরুষ'। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন 'ফাদার অ্যান্ড সন'।