হাতে মাত্র আর একটা সপ্তাহ। শেষ সপ্তাহে শেষ হাসি কে হাসবে তাই দেখার। ১৬ জানুয়ারি বিগ বস ১৫-র ফিনালে। সেই পর্বে টিকে থাকার লড়াইয় শেষ পর্য়ন্ত কারা কারা থাকে, তাই দেখার। তার আগে রবিবার এই শো-তে উপস্তিত থাকবেন, নেহা ভষণ, কাশ্মিরা শাহ, দিব্যা আগরওয়াল, গীতা কাপুর, রাহুল মাঝেকর, দেবলিনা বন্দ্যোপাধ্যায়।