মুহূর্তে সেই ছবি নেট দুনিয়ায় হয়ে ওঠে ভাইরাল। ভক্তদের হাতে হাতে ফিরতে থাকে দিশার পোজ। এখানেই শেষ নয়। বাঘি ২ অভিনেত্রী ভারত ছবিতেও ছক্কা হাকায়। সার্চ থেকে শুরু করে ছবি ভিডিও ভাইরাল হওয়া, ভিডিওতে লাইক, প্রোফাইলে নজর থেকে শুরু করে তাঁর হট টিপস, সবই মুহূর্তে ভক্তদের নজর কাড়ে।