নাগিন ৬-এর (Nagin 6 Actress) অভিনেত্রীর স্ট্র্যাটেজি যে তাঁকে শেষ জয় পর্যন্ত নিয়ে যাবে, তা প্রথমটায় কোনও দর্শকই বোধ হয় আন্দাজ করতে পারেনি। কারণ সমিতা বা অনন্যান্যদের মত তাঁর উপস্থিতি ছিল না তেমন বোল্ড, তবে সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে ঘরে নিজের দাপট তৈরি করেছিলেন, করণের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে নিজেকে পার্ফেক্ট প্রেমিকার তকমা দেওয়ার চেষ্টা করেছিলেন, তাতে জয় না আসলেও প্রেমিক যে ঘরে নিয়ে ফিরবে তেজস্বী তা ছিল স্পষ্ট।