অশ্লীল বিগ বস, অন্দরমহলে খোলামেলা নাচ এবার বিতর্কে ঝড় তুলল

শুরুতেই ধাক্কা পেল বিগ বস। একাধিক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যখন মুক্তি পেয়েছিল বিগ বস, ঠিক তখনই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু এবার সেই চেনা ছবি আর দেখা গেল না। শুরুতেই উঠল প্রতিবাদের ঝড়। কেন...

Jayita Chandra | Published : Oct 9, 2020 8:25 AM IST
18
অশ্লীল বিগ বস, অন্দরমহলে খোলামেলা নাচ এবার বিতর্কে ঝড় তুলল

সাধারণের ড্রইং রুমে বিগ বসের আড্ডা। এই ধরনের রিয়ালিটি শো যদি অশ্লীল  হয়ে ওঠে তবে বিতর্ক সৃষ্টি হওয়াই স্বাভাবিক। 

28

চলতি বছরের বিগ বসে তেমনই এক কাণ্ড ঘটে বসল। প্রতিবছরই কোনও না কোনও কারণে বিতর্কে জায়গা করে নেয় বিগ বস। 

38

কখনও উঠে আসে রোম্যান্সের ঝড়, কখনও উঠে আসে আবার অন্তরঙ্গতা, কুকথা প্রভৃতি। তবে এবার দর্শকদের নজরে অশ্লীল নাচ। 

48

গতবারের বিজেতা সিদ্ধার্থ শুক্লার মন পেতে হবে। মহিলা প্রতিযোগীদের তাঁর মন জয় করার টাস্ক আসে।

58

এরপরই ভাইরাল হয়ে ওঠে নাচ। ঘরের মধ্যে অশ্লীল নাচে মত্ত হন সকলে। সকলেই চাইচ্ছেন শরীরের উষ্ণতায় সিদ্ধার্থের মন পেতে। 

68

এতে মিলবে ইমিউনিটি। পরের ভোট আউটে তাঁকে ঘর থেকে কেউ বার করে দিতে পারবে না। এই দৃশ্য থেকা মাত্রই বেজায় চটে গেল একাংশ। 

78

তাঁদের বক্তব্য পরিবারের সকলের সঙ্গে এই অনুষ্ঠান দেখা হয়। কিন্তু বর্তমানে যা দেখানো হচ্ছে তাতে সকলের সঙ্গে বসে দেখা সম্ভব হচ্ছে না। 

88

যার ফলে শুরুতেই বয়কটের ডাকের মুখে বিগ বস ১৪। শো সম্প্রচারের পর থেকেই ওঠে নয়া ঝড়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos