বিপাশা মানেই হট, তবে সঙ্গমের দৃশ্যে সেই অভিনেত্রীর এত সমস্যা, লিপকিসের নামে কেন ঘাম ছুঁটেছিল বিপসের

Published : Jan 07, 2021, 10:31 AM IST

বলিউডের হট ডিভা। লুকেই মুহূর্তে ভাইরাল বিপাশা বসু। যাঁর পর্দায় উপস্থিতিতেই কাবু হতেন ভক্তরা। হট দৃশ্য থেকে বোল্ট উপস্থাপনা, বিপাশা মানেই এক অন্য অনুভুতির ছোঁয়া। কিন্তু সেই অভিনেত্রী কতটা সহজ  সহজ ছিলেন সঙ্গমের দৃশ্যে 

PREV
18
বিপাশা মানেই হট, তবে সঙ্গমের দৃশ্যে সেই অভিনেত্রীর এত সমস্যা, লিপকিসের নামে কেন ঘাম ছুঁটেছিল বিপসের

বলিউড স্টার বিপাশা বসু মানেই পর্দায় উষ্ণ আবেদন। তাঁর লুক থেকে শুরু করে তাঁর উপস্থাপনা, সবই যেন  ভক্তদের কাছে দশে দশ।  

28

তাঁর ছবি মানেই বোল্ড দৃশ্যের ছড়াছড়ি। তবে বিপাশা বসু তকটা স্বাচ্ছন্দ বোধ করতেন এই ধরেন দৃশ্যে কাজ করতে! 

38

এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলে বিপাশা জানিয়েছিলেন, যখন পর্দায় কোনও অন্তরঙ্গ দৃশ্যের শ্যুট হয় তখন এক অভিনেত্রীর তিন ধরনের অনুভুতি হয়। 

48

যখন পাটনারের সঙ্গে বা রিয়েল লাইফের পাটনারের সঙ্গে তিনি সঙ্গমের দৃশ্যে শ্যুট করে তখন তা অনেক বেশি সহজ হয়ে  ওঠে। 

58

বিপাশা যখন অচেনা বা শুধু মুখ চেনা কোনও অভিনেতার সঙ্গে কাজ করেন, তখন বিষয়টার সঙ্গে সহজ হতে বেশ  কিছুটা সময় নিয়ে থাকেন। 

68

পরবর্তীতে উঠে আসে মূল সমস্যার কথা। বিপাশার এই দৃশ্যে শ্যুট করতে তখনই সব থেকে বেশি অসুবিধে হয়, যখন  থাকেন কোনও কাছের বন্ধু।  

78

এমনটাই ঘটেছিল মাধবনের সঙ্গে।  একটা দৃশ্যে তাঁদের অন্তরঙ্গ শ্যুট থাকে। যা করতে বেজায় বেগ পেতে হয়েছিল বিপাশাকে। তিনি জানিয়েছিলেন পারবেন না।  

88

কারণ মাধবন তাঁর খুব ভালো বন্ধু, তাই তার পক্ষে লিপলকের দৃশ্যে শ্যুট করাটা খুবই সমস্যা হতে পারে,  ভেবেই শ্যুট বাতিল করতে চেয়েছিলেন তিনি।  

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories