৩-এ তৈমুর, ভাইয়ের জন্মদিনে মাতলেন ২১ বছরের বড় দিদি সারা

২ বছর পেরিয়ে ৩-এ পা দিলেন পতৌদি পরিবারের ছোট নবাব তৈমুর আলি খান। তৈমুর মানেই নেটদুনিয়ার সেনসেশন। তার এক গাল হাসিতেই যেন মনটা ভাল হয়ে যায়। স্টারকিডদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় তৈমুর। জন্মের পর প্রথম জন্মদিন কাটিয়েছিল পতৌদির রাজপ্রাসাদে। দ্বিতীয় জন্মদিনে বাবা-মায়ের সঙ্গে বিদেশ সফরে গেছিল রাজপুত্র। আর এই বছর পরিবারের সঙ্গে এখনও মুম্বাইতে আছেন। পরিবারের সকলের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশনে মেতে উঠেছেন ছোট্ট তৈমুর। দেখে নেওয়া যাক জন্মদিন সেলিব্রেশনের একঝলক।

Riya Das | Published : Dec 20, 2019 3:34 PM / Updated: Dec 20 2019, 03:49 PM IST
19
৩-এ তৈমুর, ভাইয়ের জন্মদিনে মাতলেন ২১ বছরের বড় দিদি সারা
এই বছর ৩-এ পা দিল তৈমুর। ইতিমধ্য়েই মা করিনা এবং বাবা সইফকে ছাপিয়ে গেছে তার জনপ্রিয়তা। মায়ের কোলে উঠে ছবিতে পোজ দিয়েছেন ছোট নবাব।
29
কাল থেকেই শুরু হয়ে গিয়েছে রাতভর পার্টি। কেক কাটার সঙ্গে খাওয়া-দাওয়া চলেছে রাতভর। বলিমহলের একাংশ উপস্থিত ছিলেন তৈমুরের বার্থডে পার্টিতে।
39
বাবার কোলে উঠে জন্মদিনের দিন ব্লাশ করছেন তৈমুর। পাপরাৎজিদের দেখে হাতও নাড়িয়েছেন পতৌদি পরিবারের ছোট নবাব।
49
ছেলের জন্মদিনের দিন মা করিনা কাপুর এবং মাসি করিশ্মা কাপুর দুজনে মিলেই ছবিতে পোজ দিয়েছেন।
59
তৈমুরের জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন মা ও মাসির প্রিয় বান্ধবী তথা বলি অভিনেত্রী অমৃতা আরোরা।
69
পুরো পরিবার নিয়ে জন্মদিনে এসেছিলেন রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা।
79
নিজের সন্তানদের নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রযোজক করণ জোহর।
89
জন্মদিনের দিন খুনসুটিতে মেতেছেন তৈমুর। আনন্দের সঙ্গে পুরো সময়টা উপভোগ করছে তৈমুর।
99
ভাইয়ের জন্মদিন উপলক্ষে ছবি শেয়ার করেছেন সারা আলি খান। একেবারে ঘরোয়া মুডে দুজনকে দেখা গেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos