রণবীর কাপুর মানেই এক কথায় বলতে গেলে লেডিস ম্যান, অন্তত এমনটাই মনে করেন আলিয়া ভাটের বাবা মহেশ ভাট (Mahesh Bhatt)। তিনি সাফ জানিয়েছিলেন, মেয়েদের মনে ঝড় তোলা রণবীরের বাঁহাতের খেল। সেই বর্তমানে ঘরের জামাই হতে চলেছে। তাঁরই জন্য এদিকে পাগল একাধিক অভিনেত্রী। তালিকা থেকে বাদ পড়লেন না নুসরত বারুচাও (Nushrratt Baruccha)।