শ্যুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন এই তারকারা, দেখুন তালিকায় কারা
শ্যুটিং চলাকালিন একাধিক দুর্ঘটনার সন্মুখীন হতে হয় তারকাদের। কখনও মৃত্যু ঘটেছে সেটের সদস্যের কখনও আবার গুরুতর আহত হয়েছেন তারকারা। বলিউডে শ্যুটিং ফ্লোরে এমনই পরিস্থিতির সন্মুখীন হতে হয়েছিল তারকাদের।
কুলিঃ কুলির সেটে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। বন্ধ হয়েগিয়েছিল ছবির শ্যুটিংও।
গুলামঃ গুলাম ছবিতে ট্রেনের সামনে স্টান্ট করতে গিয়ে আহত হন আমির খান। পায়ে চোট পেয়েছিলেন তিনি।
ধুম থ্রিঃ ধুম থ্রি ছবির শ্যুটিং-এ বেশকিছু স্টান্ট করতে হয়েছিল ক্যাটরিনা কইফকে। সেখানেই ফ্লোরে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন অভিনেত্রী।
শ্যুট আউট এট ওয়াদালাঃ এই ছবির অ্যাকশন সিনে শ্যুটিং করার সময় জন আব্রাহমের ঘাড় থেকে বেরিয়ে যায় ফলস গুলি। মৃত্যুকে এদিন অনুভব করেছিলেন বলে জানান অভিনেতা।
পদ্মাবতঃ সেট সাজানোর সময় এক আর্টিস্ট ওপর থেকে পড়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু ঘটে।
তেরে নামঃ এই ছবির সেটে আহত হয়েছিলেন সলমন খান। বেশ কয়েকদিন শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল তাঁর জন্য।
কৃষ থ্রিঃ ৫০ ফুট ওপর থেকে পড়ে গিয়েছিলেন হৃত্বিক রোশন। নিচে থাকা স্পঞ্জের জন্য প্রাণ বাঁচে অভিনেতার।