বলিউডের এই তারকাদের গ্রাস করেছিল অবসাদ, তালিকায় শাহরুখ থেকে অক্কি
মানসিক অবসাদের শিকার হয়েছিলেন একাধিক তারকা। কখনও ব্যক্তিগত জীবন, কখনও আবার কারণ হয়ে দাঁড়িয়েছিল অভিনয় জীবন। দুয়ের মাঝেই কোথাও যেন স্বস্তির অভাব ঘটেছিল। মানসিক সমস্যার জেরে কারুর ঘুম গিয়েছিল উড়ে, কেই আবার বাড়িতেই নিজেকে বন্ধ করে দিয়েছিলেন।