বলিউড মানেই রহস্য, বলিউড মানেই ড্রাগসের আতুরঘর, আবার বলিউড মানেই শরীরী মেলামেশা অবাধ যৌনতা। আসলে টিনসেল টাউন এমন একটি জায়গা যেখানে নাকি অবাধেই চলতে থাকে এই সব কিছুই। বলিউডের অন্দর সম্পর্কে অনেকেরই এই ধারণা রয়েছে। কিন্তু এটাই কি বলিউডের আসল সত্যি। এবার বলিউডের অন্দরের কেচ্ছা ফাঁস করলেন অভিনেতা-প্রযোজক খান ব্রাদার্স-এর বড় ভাই আরবাজ খান।