খুল্লামখুল্লা অবাধ যৌনতা থেকে ড্রাগের চরম নেশা, বলিউডের আসল সত্যিটা তী, মুখ খুললেন আরবাজ খান

বলিউড মানেই রহস্য, বলিউড মানেই ড্রাগসের আতুরঘর, আবার বলিউড মানেই শরীরী মেলামেশা অবাধ যৌনতা। আসলে টিনসেল টাউন এমন একটি জায়গা যেখানে নাকি অবাধেই চলতে থাকে এই সব কিছুই। বলিউডের অন্দর সম্পর্কে অনেকেরই এই ধারণা রয়েছে। কিন্তু এটাই কি বলিউডের আসল সত্যি। এবার বলিউডের অন্দরের কেচ্ছা ফাঁস করলেন  অভিনেতা-প্রযোজক খান ব্রাদার্স-এর বড় ভাই আরবাজ খান।
 

Riya Das | Published : Jul 21, 2021 6:12 AM IST / Updated: Jul 21 2021, 11:44 AM IST
19
খুল্লামখুল্লা অবাধ যৌনতা থেকে ড্রাগের চরম নেশা, বলিউডের আসল সত্যিটা তী, মুখ খুললেন আরবাজ খান

বলিউড নিয়ে অনেকেরই অনেকরকমের ধারণা রয়েছে। যেমন বলিউড মানেই শরীরী মেলামেশা অবাধ যৌনতা। আসলে টিনসেল টাউন এমন একটি জায়গা যেখানে নাকি অবাধেই চলতে থাকে এই সব কিছুই। 

29

বলিউডের অন্দর সম্পর্কে অনেকেরই এই ধারণা রয়েছে। কিন্তু এটাই কি বলিউডের আসল সত্যি। এবার বলিউডের অন্দরের কেচ্ছা ফাঁস করলেন  অভিনেতা-প্রযোজক খান ব্রাদার্স-এর বড় ভাই আরবাজ খান।

39


আরবাজ খান জানিয়েছন, এই সমস্ত ধারণা থেকেই বলি সেলেবদের অনলাইন ট্রোলিং করা হয়। যা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। 
 

49

আরবাজের মতে, ক্রিকেট এবং অভিনয় এই-দুটো পেশাতেই আগে শ্রদ্ধা ও সম্মান ছিল এবং ক্রিকেটার ও অভিনেতারাও সেই সুরক্ষার আওতায় পরতেন।

59

এখন লোকে মনে করেন, ড্রাগ আর যৌনতা ছাড়া ইন্ডাস্ট্রিতে  আর কিছুই হয় না। সেই নিয়ে চলতে থাকে নোংরামি, সমালোচনা।
 

69

১৯৯৯ থেকে ২০১৭। এতবছর মালাইকার সঙ্গে সংসার করেছেন আরবাজ খান। মাঝের সময়টা নেহাতই কম নয়। কিন্তু  ২০১৭ সালেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

79

বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর মালাইকা নিজের সঙ্গেই ছেলেকে রেখেছেন।বর্তমানে দুজনে  সম্পর্কে রয়েছেন।

89

 অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি। 
 

99

অন্যদিকে মালাইকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আরবাজ খান মডেল ও নৃত্যশিল্পী জর্জিয়ার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos