প্রিয়ঙ্কা একাই নন, নিকও বিশেষ দিনের স্মৃতি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পারে খাবার টেবিলের সামনে বসে নিক-প্রিয়ঙ্কা। ক্যাপশনে লেখা, 'ঠিক তিন বছর আগে'। প্রিয়ঙ্কা কমেন্টে জানিয়েছেন, 'ধন্যবাদ জান, আমাকে প্রশ্ন করার জন্য'।