কাপুর পরিবারের ঐতিহ্য মেনেই বলিউডে নিজের কেরিয়ার গড়েছিলেন রাজীব কাপুর। কালজয়ী ছবি 'রাম তেরি গঙ্গা মেলি'-তে অভিনয়ের জন্য দর্শকের মণিকোঠায় আজও রয়ে গেছেন রাজীব কাপুর। 'রাম তেরি গঙ্গা মেলি' ছাড়াও 'জবরদস্ত ', 'হাম তো চলে পরদেশ ','আসমান ', 'লাভার বয় ',-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। সালটা ১৯৮৩। 'এক জান হ্যায় হাম' ছবি দিয়েই রুপোলি পর্দায় পথচলা শুরু করেছিলেন রাজ কাপুর পুত্র রাজীব কাপুর। শেষবারের মতো 'জমিনদার' (১৯৯০) ছবিতে অভিনয় করতে দেখা গেছে রাজীবকে।