বিছানায় শুতে যাওয়ার আগে এই অভিনেতাকে চুম্বন করতেন দীপিকা, কে সেই 'রোম্যান্টিক হিরো'

Published : Oct 28, 2020, 05:27 PM IST

বলিউডের হটেস্ট অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অনেকের পুরুষেরই স্বপ্নের ক্রাশ। এহেন অভিনেত্রীর চুমু,কিংবা আলিঙ্গন কার না খেতে ভাল লাগবে বলুন। অনেকেই তার সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেছেন একাধিকবার। একবার তাকে ছুঁয়ে দেখার জন্য মুখিয়ে রয়েছে অগণিত ভক্তরা। তবে জানেন কি দীপিকা কার জন্য অপেক্ষা করতেন,এমনকী ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন তাকে রোম্যান্টিক চুমুও খেতেন অভিনেত্রী। কে সেই ভাগ্যবান ব্যক্তি, জানুন বিশদে।   

PREV
17
বিছানায় শুতে যাওয়ার আগে এই অভিনেতাকে চুম্বন করতেন দীপিকা, কে সেই 'রোম্যান্টিক হিরো'


 অনস্ক্রিন থেকে অফস্ক্রিন রসায়ন সর্বদাই নেটিজেনদের নজর কাড়ে এই জুটি । বলিউডের হটেস্ট কাপলস দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর।  তাদের দুষ্টু-মিষ্টি সম্পর্ক থেকে গসিপ সব কিছুই যেন লাইমলাইটে রয়েছেন।
 

27

রণবীর সিং-এর সঙ্গে বিয়ের আগে এই কিংবদন্তী অভিনেতার জন্য অপেক্ষা করে থাকতেন দীপিকা। 

 

37

এমনকী বিছানায় শুতে যাওয়ার আগেও তাকে রোজ চুমু খেতেন। কে সেই ভাগ্যবান তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

47

তিনি বলিউডের কেউ নন, তিনি হলেন হলিউডের হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও। টাইটানিক তারকাই ছিলেন দীপিকার ক্রাশ।

57


একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন,  তিনি ও তার বোন আনিশা প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে লিওনার্দোর ছবিতে চুমু খেয়ে তারপর ঘুমাতেন।

67

দীপিকা আরও জানিয়েছেন, তাদের শোবার ঘরে  লিওনার্দোর একটি পোস্টার ছিল, সেখানেই তাকে শুভরাত্রি জানিয়ে চুম্বন করতাম আমরা দুই বোন।

77

তবে শুধু দীপিকাই নন, প্রচুর মহিলারই স্বপ্নের পুরুষ টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। 
 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories