টপলেসে 'আগুন', বিছানায় উষ্ণতার পারদ চড়ালেন সলমনের ঘনিষ্ঠ বান্ধবী

Published : Oct 28, 2020, 03:44 PM IST

সকলের  মুখে একটাই কথা 'উফফ কি হট'। বলি অভিনেত্রী জ্যাকলিনের ছবি দেখে এই  মন্তব্যই করছেন নেটিজেনরা। যত দিন যাচ্ছে ততই যেন তার ফ্যানবেসের তালিকাটি দীর্ঘ হচ্ছে। টপলেসে খোলা চুলে নেটদুনিয়ায় 'আগুন' জ্বালালেন জ্যাকলিন। একের পর এক ছবিতে উষ্ণতার পারদ চড়চড়িয়ে বাড়ছে। একনজরে দেখে নিন লাস্যময়ীর বোল্ড অবতার।

PREV
18
টপলেসে 'আগুন',  বিছানায় উষ্ণতার পারদ চড়ালেন সলমনের ঘনিষ্ঠ বান্ধবী


সম্প্রতি টপলেস ছবি শেয়ার করে বলি অভিনেত্রীরা সকলেই লাইমলাইটে রয়েছেন, সেই তালিকায় এবার নাম জড়াল জ্যাকলিন  ফার্নান্ডেজের।
 

28

এবার টপলেস ছবি শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন জ্যাকলিন। 

38

উন্মুক্ত বক্ষ ঢাকতে গোলাপ ফুল বুকে জড়িয়ে ফোটোশুটে ঝড় তুলেছেন জ্যাকলিন।

48

খোলা চুলে বিছানায় শুটে হট পোজে ভাইরাল হয়েছেন অভিনেত্রী। লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনা দেখতে সারাদিনই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়।

58

ফের লাস্যময়ী অবতারে টু-পিসে নিজেকে মেলে ধরলেন জ্যাকলিন। সাদা ক্রপ টপে এবং হট প্যান্টে বিছানায় উত্তাপ ছড়াচ্ছেন শ্রীলঙ্কান সুন্দরী।
 

68

বিভিন্ন পোজে জ্যাকলিনকে দেখা গেছে। ছবির শেয়ার করে যেমন নজর কেড়েছেন তেমনই হটকে ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছন, 'নিজের ভাবনা ও জীবন পাল্টে ফেলুন'

78

খোলা বুকের সাদা রঙের ক্রপ টপে, ন্যুড মেক-আপে একদম অন্যভাবে নিজেকে মেলে ধরেছেন জ্যাকলিন।

88

কখনও শুয়ে, কখন বসে, কখন পা উপরের দিকে তুলে আবার কখনওবা ক্যামেরার দিকে তাকিয়ে হট পোজ দিয়েছেন অভিনেত্রী।

click me!

Recommended Stories