তিরুপতিতে বিয়ে থেকে ব্যাচেলর পার্টি, সবটা একাই রাতারাতি ঠিক করে ফেলেছেন জাহ্নবী, পাত্র কে

বিয়ের দিনটা সব মেয়েদের কাছেই স্পেশ্যাল। বিয়েতে কী হবে তার পরিকল্পনা অনেক আগে  থেকেই তৈরি হয়ে যায় মেয়েদের মাথায়। আর তা যদি কোনও বলিউড ডিভা হয় তাহলে তো কোনও কথাই নেই। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর  রাতারাতি  বিয়ের সমস্ত পরিকল্পনাই একাই সেরে ফেলেছেন নায়িকা। বিয়ের ভেন্যু থেকে ডেকরেশন, ব্যাচেলর পার্টি থেকে নিজের ওয়েডিং লুক-সবটাই রেডি।  তবে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রী-কন্যা  জাহ্নবী কাপুর।

Riya Das | Published : Aug 2, 2021 4:19 AM IST
110
তিরুপতিতে বিয়ে থেকে ব্যাচেলর পার্টি, সবটা একাই রাতারাতি ঠিক করে ফেলেছেন জাহ্নবী, পাত্র কে
পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। । অতিরিক্ত শরীরী প্রদর্শনে প্রথমসারির তারকাদেরও টেক্কা দিচ্ছন শ্রী-কন্যা। সময়টা বেশ ভালই যাচ্ছে বলি অভিনেত্রী জাহ্নবী কাপুরের। একের পর এক ছবিতে নজর কাড়ছেন নায়িকা।
210
বিয়ের ভেন্যু থেকে ডেকরেশন, ব্যাচেলর পার্টি থেকে নিজের ওয়েডিং লুক-সবটাই রেডি। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর রাতারাতি বিয়ের সমস্ত পরিকল্পনাই একাই সেরে ফেলেছেন নায়িকা। তবে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রী-কন্যা জাহ্নবী কাপুর।
310
বিয়ে নিয়ে কেমন পরিকল্পনা করলেন জাহ্নবী কাপুর, তা নিজের মনে চাপা দিয়ে নয়, বরং সবটাই খুলে বলেছেন নায়িকা। শ্রীদেবী কন্যা জাহ্নবী চান, তার বিয়ে হতে খুব সাধারণভাবে এবং সমস্ত রীতি অনুসারে।
410
বিয়ে নিয়ে কেমন পরিকল্পনা করলেন জাহ্নবী কাপুর, তা নিজের মনে চাপা দিয়ে নয়, বরং সবটাই খুলে বলেছেন নায়িকা। শ্রীদেবী কন্যা জাহ্নবী চান, তার বিয়ে হতে খুব সাধারণভাবে এবং সমস্ত রীতি অনুসারে।
510
ইতালীর লাগোয়া তিররেনীয় সাগরের ছোট্ট দ্বীপ কেপ্রিতে নিজের ব্যাচেলর পার্টির আয়োজন করতে চান জাহ্নবী কাপুর। বিয়ের অনুষ্ঠান হবে তিরুপতিতে। সংগীত এবং মেহেন্দি হবে তামিলনাডুর মাইলাপুরে। আসলে মায়ের জন্মস্থানেই প্রাক-বিয়ের অনুষ্ঠান সারতে চান জাহ্নবী।
610
বিয়ে নিয়ে যতটা উৎসাহ দেখা গেল জাহ্নবীর মধ্যে রিসেপশন নিয়ে ততটাও উৎসাহী নন তিনি। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নায়িকার সটান জবাব, 'ওটা কি খুব জরুরি, না, তো... দরকার নেই'।
710
বিয়ের ভেন্যুতেও থাকবে সাবেকিয়ানার ছোঁয়া। পুরো জুঁইফুলের ডেকোরেশন করতে চান জাহ্নবী। এছাড়াও ব্রাইডস মেট হিসেব থাকবে বোন খুশি কাপুর, সৎ দিদি অংশুলা কাপুর এবং বন্ধু তানিশা।
810
বিয়ের দিন কাঞ্জিভরম শাড়িতে সাজবেন জাহ্নবী কাপুর। এবং শাড়ির রং হবে সোনালি ও আইভরির মিশেলে। মেহেন্দির পোশাক হবে গোলাপি এব সংগীতে হলুদে সাজতে চান জাহ্নবী।
910
ব্যাচেলর পার্টি থেকে বিয়ে-সবটাই যখন রেডি তাহলে পাত্রটা কে? এই প্রশ্নটা সকলের মাথায় ঘুরছে। অনেকেই ভাবছেন তাহলে কি শীঘ্রই চারহাত এক হওয়ার পালা। তবে এক্ষেত্রেও খোলসা করে জাহ্নবী জানিয়েছেন, 'আমার বর এমন মানুষ হবে যার মন খুব ভাল হবে, যদিও এখনও পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি, তবে জলদি পাবো'।
1010
ব্যাচেলর পার্টি থেকে বিয়ে-সবটাই যখন রেডি তাহলে পাত্রটা কে? এই প্রশ্নটা সকলের মাথায় ঘুরছে। অনেকেই ভাবছেন তাহলে কি শীঘ্রই চারহাত এক হওয়ার পালা। তবে এক্ষেত্রেও খোলসা করে জাহ্নবী জানিয়েছেন, 'আমার বর এমন মানুষ হবে যার মন খুব ভাল হবে, যদিও এখনও পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি, তবে জলদি পাবো'।
Share this Photo Gallery
click me!

Latest Videos