সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে আগুন জ্বালিয়েছেনজাহ্নবী। লাস্যময়ী অবতারে জাহ্নবীর আদায় মুগ্ধ নেটিজেনরা।
39
সেডাক্টিভ পোজে রূপের আগুন যেন ঠিকরে বেরোচ্ছে। উপচে পড়ছে ভরা যৌবন। ঝড়ের গতিতে প্রতিটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
49
কখনও স্তনযুগলের একাংশ আবার কখনও অনাবৃত উরু,কখনও আবার ব্যাকলেসে, বিকিনি বেব-এর সেক্সি অ্যাটায়ারে রীতিমতো ভিড়মি খাচ্ছেন নেটিজেনরা। প্রতিটি ছবিই ভাইরাল অন্তর্জালে।
59
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইদানিং মাঝেমধ্যেই লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ প্রতিষ্ঠিত।
69
মাত্র ২ বছর আগে বলিউডে পা দিয়ে কেরিয়ার শুরু করেছেন জাহ্নবী। বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। তারপর থেকেই থেমে নেই জাহ্নবী। বেশ কয়েকদিনের মধ্যে বি-টাউনের নিজের ছাপ ফেলেছেন শ্রীদেবী কন্যা।
79
তবে এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর।
হরর কমেডি 'রুহি'-তে শেষবারের মতোন দেখা গেছে জাহ্নবীকে। এছাড়াও রাজকুমার রাও ও বরুণ শর্মা ছবিতে অভিনয় করেছেন। আপকামিং 'দোস্তানা ২', 'তখত'-এ দেখা যাবে জাহ্নবী কাপুর।