বি-টাউনে স্টারকিডজের জনপ্রিয়তা সবসময়েই তুঙ্গে। কিছু করেই হোক বা না করেই পাপারাৎজির চোখ সর্বদাই যেন তাদের দিকেই রয়েছে। তেমনই স্টারকিডদের মধ্যে সর্বদাই সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা দেবগণ। একের পর এক বিতর্কিত বিষয়ে উঠে এসেছে তার নাম। সম্প্রতি তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে তাকে একটি ছেলের সঙ্গে সবজায়গাতেই দেখা গেছে। এমনকী তাদের বাড়ির অনুষ্ঠানেও দেখা গিয়েছে ওই যুবককে। কিন্তু কে এই যুবক? কী তার আসল পরিচয়? এই প্রশ্নেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ছবিগুলি প্রকাশ্যে আসা মাত্রই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয়েছে। নাইসার সঙ্গে ওই যুবকের কী সম্পর্ক, জেনে নিন বিশদে।