Published : Mar 30, 2021, 11:25 AM ISTUpdated : Mar 30, 2021, 11:32 AM IST
বলি অভিনেত্রী মালাইকা আরোরা ফের মুভ অফ দ্য উইক সিরিজ নিয়ে ফিরে এসেছেন। নিজে একা নন, সকল ফ্যানেদেরও উৎসাহ দিচ্ছেন ফিট থাকার জন্য। শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে। ফের নিজের শরীরকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশন আইকন মালাইকা। স্পোর্টস ব্রা পরে ওয়ার্কআউট-এর ছবি পোস্ট করেই অন্তর্জালে আগুন জ্বালালেন বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা।