স্পোর্টস 'ব্রা' পরেই Work Out, সেক্সি টোনড ফিগারে শরীরী ভাঁজে ঝড় 'সেক্সবম্ব' মালাইকার

বলি অভিনেত্রী মালাইকা আরোরা ফের মুভ অফ দ্য উইক সিরিজ নিয়ে ফিরে এসেছেন। নিজে একা নন, সকল ফ্যানেদেরও উৎসাহ দিচ্ছেন ফিট থাকার জন্য। শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে। ফের নিজের শরীরকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশন আইকন মালাইকা। স্পোর্টস ব্রা পরে ওয়ার্কআউট-এর ছবি পোস্ট করেই অন্তর্জালে আগুন জ্বালালেন  বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা।

Riya Das | Published : Mar 30, 2021 5:55 AM IST / Updated: Mar 30 2021, 11:32 AM IST
19
স্পোর্টস 'ব্রা' পরেই Work Out, সেক্সি টোনড ফিগারে শরীরী ভাঁজে ঝড় 'সেক্সবম্ব' মালাইকার

সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকে।

29


নেটদুনিয়া ফের উত্তাল হয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। 
 

39

৪৭-এ এসেও শরীরী খেলায় মত্ত মালাইকা।  নিজের সোশ্যাল  মিডিয়ায় ছবি পোস্ট করে চমকে দিয়েছেন নেটিজেনদের।

49

সম্প্রতি নিজের ইনস্টা প্রোফাইলে যোগাসনের ছবি শেয়ার করে ভক্তদের উৎসাহ দিচ্ছেন অভিনেত্রী।

59


গোমুখাসনের ছবি পোস্ট করে নিরাপদে থাকার বার্তা দিয়েছেন ফিটনেস ফ্রিক মালাইকা।

69

স্পোর্টস ব্রা পরে ওয়ার্ক আউট পরে শরীরী ভাঁজে নেটিজেনদের চমকে দিয়েছেন মালাইকা। ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

79

গোমুখাসনের  ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি বরং অনুরাগীদের প্রতিটি ধাপও শেয়ার করেছেন মালাইকা।
 

89

জিমে না গিয়ে বাড়িতে বসেই এই যোগা যাতে সকলেই করতে পারে, সেই কারণেই স্টেপ বাই স্টেপ সকলের সঙ্গে শেয়ার করেছেন।

99

এটি কাঁধের জয়েন্টগুলির গতির পরিধি বাড়িয়ে দেয়। পাশাপাশি মানসিক চাপ, মানসিক উত্তেজনা হ্রাস করার জন্য এটি দারুণ।

Share this Photo Gallery
click me!

Latest Videos