গতকালই কালো রঙের হুডি দেওয়া জ্যাকেটের সঙ্গে কালো হাই হিল বুট ,মুখে মাস্ক পরে রাস্তায় বেরিয়েছিলেন মালাইকা। কিন্তু জামা পরলেও প্যান্ট পরতেই ভুলে গেছিলেন অভিনেত্রী। নেটিজেনরা কটুক্তি করে বলেছেন, 'তিনি কি প্যান্ট পরতেই ভুলে গেছেন'। কেউ আবার তাকে শর্টস পরারও পরামর্শ দিয়েছেন।