বিমানবন্দরে গিয়ে হাজির জুহি চাওলা। একের পর এক নিয়ম মেনে কাজ করে চলেছেন।
চেকিং থেকে শুরু করে বোর্ডিং সবই হচ্ছিল, কিছুক্ষণপরই তিনি লক্ষ্য করেন সঙ্গে থাকা প্রিয় জিনিসটা গিয়েছে খোয়া।
নিজের হাতের হিরের আংটি। চোখে পড়তেই মুহূর্তে তৎপর হন তিনি। কিন্তু তা খুঁজে পাননি।
এরপরই তিনি নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার সাহায্য। সবটা জানিয়ে তিনি লেখেন, তাঁর আংটিটা খুঁজে পেলে ফিরিয়ে দেওয়ার কথা।
অনুরোধ জানান, দীর্ঘ ১৫ বছরের সঙ্গী এই আংটিটা। রয়েছে এটার একটি সেটও। তা প্রায় প্রতিদিনই পরতেন জুহি।
যদি কেউ এই আংটি খুঁজে পান, তবে যেন পুলিশের সঙ্গে যোগাাযোগ করেন সত্ত্বর। তবে তিনি তাঁকে পুরষ্কৃত করবেন।
এই বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ছড়িয়ে পড়েছিল। কিন্তু তা ফিরে পেয়েছেন কি না জুহি, আজও কোনও পোস্টে সে বার্তা ধরা পড়েনি।
Jayita Chandra