রাজকীয় সেট দেবদাস ছবির, কত কোটি খরচ করে তৈরি হয়েছিল দেব-পারোর বাড়ি

Published : Jan 12, 2021, 09:04 AM IST

শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন ও মাধুরী অভিনীত ছবি দেবদাস, হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম সম্পদ। সেট থেকে শুরু করে স্ক্রিপ্ট, ছবির ডায়ালগ, সবই যেন কানায় কানায় পূর্ণ। দর্শকের মনে ঝড় তুলতে কত কোটি খরচ করেছিলেন পরিচালক...

PREV
16
রাজকীয় সেট দেবদাস ছবির, কত কোটি খরচ করে তৈরি হয়েছিল দেব-পারোর বাড়ি

সঞ্জয়লীলা বনশালির ছবি মানেই পর্দায় এক ভিন্ন আবেদন। যার লুক থেকে শুরু করে সেট সবেতেই থাকে পার্ফেক্টের ছোঁয়া। 

26

দেবদাস ছিল এক কথায় সেই পার্ফেক্ট সফরের শুরু। সেটেই লেগেছিল চমক। তাক লেগেছিল কাস্টদের লুকে, মেকআপে। 

36

এই ছবির সেট তৈরির জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করেছিলেন সঞ্জয়লীলা বনশালি। মোটের ওপর ৫০ কোটি টাকা। 

46

যার মধ্যে ২০ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল কেবলমাত্র ছবির সেট। ছয় ছয়টি সেট তৈরি করা হয়। 

56

মুহূর্তে যা সকলকে চমকে দিয়েছিল। এর আগে কোনও ছবির সেটে এতটা ঢালাও খরচ করা হয়নি। 

66

সেখানেই শেষ নয়, ডান্স কস্টিউম ও প্রতিটা ফ্রেমের কস্টিউমই যেন থাকে পার্ফেক্ট। সেই দিকে নজর দিতে গিয়েও ডিজাইনারদের সঙ্গে নিজে বসে কথা বলেছিলেন। 

click me!

Recommended Stories