সঞ্জয়লীলা বনশালির ছবি মানেই পর্দায় এক ভিন্ন আবেদন। যার লুক থেকে শুরু করে সেট সবেতেই থাকে পার্ফেক্টের ছোঁয়া।
দেবদাস ছিল এক কথায় সেই পার্ফেক্ট সফরের শুরু। সেটেই লেগেছিল চমক। তাক লেগেছিল কাস্টদের লুকে, মেকআপে।
এই ছবির সেট তৈরির জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করেছিলেন সঞ্জয়লীলা বনশালি। মোটের ওপর ৫০ কোটি টাকা।
যার মধ্যে ২০ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল কেবলমাত্র ছবির সেট। ছয় ছয়টি সেট তৈরি করা হয়।
মুহূর্তে যা সকলকে চমকে দিয়েছিল। এর আগে কোনও ছবির সেটে এতটা ঢালাও খরচ করা হয়নি।
সেখানেই শেষ নয়, ডান্স কস্টিউম ও প্রতিটা ফ্রেমের কস্টিউমই যেন থাকে পার্ফেক্ট। সেই দিকে নজর দিতে গিয়েও ডিজাইনারদের সঙ্গে নিজে বসে কথা বলেছিলেন।
Jayita Chandra