টেলি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন বলি অভিনেত্রী মৌনি রায়। একতা কাপুরের ফ্যান্টাসি ড্রামা 'নাগিন'-এর হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী।
211
অভিনেত্রী কী করছেন, কোথায় যাচ্ছেন সবকিছু জানতে মুখিয়ে রয়েছেন দর্শক। কেরিয়ার থেকে স্টাইল স্টেটমেন্ট, বলি অভিনেত্রী মৌনির ব্যক্তিগত জীবননিয় খুবই আগ্রহী দর্শক।
311
ছোটপর্দা দিয়ে কাজ শুরু করলেও বলিউড মাতিয়ে রেখেছেন বাঙালি কন্যা। অক্ষয়, অমিতাভের মতো বড় বড় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে মৌনি রায়কে।
411
কখনও বিকিনি তো কখনও ওয়েস্টার্ন মৌনি রায় মানেই শরীরী উষ্ণতা। এবার অতিরিক্ত কাটাছেড়া পোশাক পরে রাস্তায় বেরিয়ে বড়সড় সমস্যায় পড়লেন বঙ্গতনয়া।
511
যদিও জনসমক্ষে পোশাক খুলে যাওয়া বা পোশাক বিভ্রাট নতুন কোনও ঘটনা হয়। এবার তেমনটাই ঘটল মৌনির সঙ্গে। এবং কাটাছেড়া পোশাক পরতেই চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন মৌনি রায়।
611
গত সোমবারই টি-সিরিজ সংস্থার বাইরে পাপারাৎজির ক্যামেরায় বন্দি হন মৌনি। এবং সেখানেই ঘটে যায় বড়সড় বিপত্তি। ছবি ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি।
711
প্রিন্টেড পোশাক, উন্মুক্ত পিঠ, বুকের দু-পাশ অতিরিক্ত কাটা,যার ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে স্তনযুগল। এই পোশাক পরে ক্যামেরায় পোজ দিতে গিয়েই চরম অস্বস্তিতে পরেন মৌনি।
811
ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার জামা টানতে দেখা যায় মৌনিকে। এমনকী পার্কিং-এ মৌনির গাড়ি না থাকায় আরও বিপাকে পড়েন অভিনেত্রী।
911
কাটাছেড়া পোশাক সামলাতে না পেরেই আচমকা রাস্তায় দৌঁড়তে শুরু করেন মৌনি রায়। এড়িয়ে যান পাপারাৎজিদের ডাক। তারপর পাপারাৎজিরাও ছুটতে শুরু করে মৌনির পিছনে।
1011
শেষমেষ গাড়িতে উঠে দরজা বন্ধ করার সময় ফের নায়িকার উন্মুক্ত বক্ষযুগল ধরা পড়ে ক্যামেরায়। আসলে মৌনির পোশাকের গলার হটকায় আলগা হয়ে গিয়েছিল বলে ধারণা একাংশের।
1111
পোশাক নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন গোল্ড নায়িকা। নেটিজেনরা বলেছে, কী দরকার এমন পোশাক পরার, কেউ বলেছেন এমন জামা পরেও তো এখন আর কাজ পান না। একাধিক অশ্লীল কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।