সঙ্গমের পরই সঙ্গ ত্যাগ করেছেন শয্যা সঙ্গীরা, কমবয়সী পুরুষদের হতাশাতেই কি ললিতে সুখ খুঁজলেন সুস্মিতা?

বি-টাউনের ছকভাঙা অভিনেত্রী, যিনি কিনা হাজারো পুরুষের ড্রিমগার্ল তাকে কিনা হতাশ করেছে একাধিক পুরুষসঙ্গী। বিষয়টা শুনে অবাক হলেও এটাই সত্যি। সুস্মিতা সেনের  জীবনে একাধিক প্রেম এসেছে আবার নীরবে চলেও গেছে কিন্তু সমাজের চোখারাঙানি তাকে কাবু করতে পারেনি। বরং ৫০-এর কোটায় পৌঁছেও সুস্মিতা যা খেল দেখাচ্ছেন তা যেন সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত। বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা সেন । নিজের ব্যক্তিগত জীবনেও তেমনটা করে চলেছেন সুস্মিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানিয়েছিলেন, কেবল পুরুষরাই বারবার তাকে হতাশ করেছেন। আর এই কারণেই নাকি তিনি আজও সিঙ্গল । তবে পুরুষদের হতাশাতেই কি বয়সে ১০ বছরের বড় ললিতে সুখ খুঁজে পেলেন সুস্মিতা। 
 

Riya Das | Published : Jul 16, 2022 9:52 AM
111
সঙ্গমের পরই সঙ্গ ত্যাগ করেছেন শয্যা সঙ্গীরা, কমবয়সী পুরুষদের হতাশাতেই কি ললিতে সুখ খুঁজলেন সুস্মিতা?

বলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ায় চোখ রাখলেই একটাই খবরে তোলপাড় নেটপাড়া। ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্ক। যদিও এতে অবাক হওয়ার মতোনও কিছু নেই। কারণ ললিতের আগেও হাই প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার।

211


 জীবনে এসেছে  একাধিক প্রেম। আসলেও কোনও প্রেমই টেকেনি সুস্মিতার। কখনও মুম্বইয়ের রেস্তোরাঁর মালিক রিতিক ভাসিন, কখনও বলিউড অভিনেতা রণদ্বীপ হুডা। আবার কখনও পরিচালক বিক্রম ভাট, কখনও নাম জড়িয়েছে অনিল আম্বানির সঙ্গে। শেষ কয়েক বছরে বয়সে অনেকটাই ছোট রহমানের সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়েছিলেন সুস্মিতা।
 

311


বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা সেন । চলচ্চিত্র জীবনের মতোই ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ বলিউডের মিস ইউনিভার্স তথা বাঙালি কন্যা সুস্মিতা সেনের । নিজের ব্যক্তিগত জীবনেও যে কতটা ছক ভাঙতে পছন্দ করেন তা যেন হাতে-কলমে প্রমাণ দিয়ে দিলেন।

411

বি-টাউনের ছকভাঙা অভিনেত্রী, যিনি কিনা হাজারো পুরুষের ড্রিমগার্ল তাকে কিনা হতাশ করেছে একাধিক পুরুষসঙ্গী। বিষয়টা শুনে অবাক হলেও এটাই সত্যি। সুস্মিতা সেনের  জীবনে একাধিক প্রেম এসেছে আবার নীরবে চলেও গেছে কিন্তু সমাজের চোখারাঙানি তাকে কাবু করতে পারেনি। 

511

 ৫০-এর কোটায় পৌঁছেও সুস্মিতা যা খেল দেখাচ্ছেন তা যেন সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত। বরাবরই ছক ভাঙতে পছন্দ করেন সুস্মিতা সেন । নিজের ব্যক্তিগত জীবনেও তেমনটা করে চলেছেন সুস্মিতা। মাত্র  ২৩ বছরেই মেয়েকে দত্তক নিয়ে স্টিরিওটাইপ ভেঙেছিলেন বলিউডের প্রাক্তন মিস ইউনিভার্স । 

611


সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানিয়েছিলেন, কেবল পুরুষরাই বারবার তাকে হতাশ করেছেন। আর এই কারণেই নাকি তিনি আজও সিঙ্গল । সুস্মিতার এই মন্তব্যকে কেন্দ্র করেই ক্রমশ জলঘোলা বাড়ছে। কেন হতাশ করত পুরুষরা,তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

711

বেশ কয়েকবছর ধরেই বয়সে ছোট রহমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। তবে বিচ্ছেদের খবরে ভক্তদের মন খারাপ হলেও অভিনেত্রীর দুই মেয়ের সঙ্গে রহমানের এতটাই ভাল সম্পর্ক ছিল মাঝেমধ্যেই রহমানকে সুস্মিতার সঙ্গে দেখা গেছে। তবে রহমানকে যে এতটা তাড়াতাড়ি ভুলে নতুন সম্পর্কে জড়িয়ে পড়বেন এটা অভিনেত্রীর পরিবারও মানতে পারছেন না। ললিত মোদীর সঙ্গে এই গোপন সম্পর্কের ইঙ্গিত কেউই টের পাননি। 
 

811

সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানিয়েছিলেন, সৌভাগ্যবশত বেশ কিছু আকর্ষণীয় পুরুষের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে। তবে আমি কেন বিয়ে করলাম না এর পিছন রয়েছে এই আকর্ষণীয় পুরুষরা। কারণ এই পুরুষরা আমায় কেবল হতাশ করেছে। এদের সঙ্গে আমার সন্তানদের কোনও সম্পর্ক নেই। তবে আমার জীবনে নতুন  কোনও মানুষ এলেই এদের স্বাগত জানিয়েছে। কোনও আপত্তি না করেই তাদের ভালবাসা ও শ্রদ্ধা করেছে।

911

সুস্মিতা সেন আরও জানিয়েছেন, জীবনে তিন বিয়ে হতে হতে তা শেষমুহূর্তে গিয়ে আর হয়নি। ঈশ্বর আমায় বাঁচিয়ে নিয়েছে। আমি নিজেও জানি না কেমন বিপর্যয় এসেছিল। তবে সেই পরিস্থিতি থেকে আমায় এবং আমার সন্তানদের রক্ষা করেছে ভগবান। একেবারে শেষ মুহূর্তে এসে  নিজের সিদ্ধান্ত বদল করেছেন সুস্মিতা সেন। এবং এটাই তার জীবনের সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন। 

1011

যদিও এসব এখন অতীত। এখন শুধু ললিতের সঙ্গে আষ্টেপৃষ্ঠে নিজেকে জড়িয়েছেন সুস্মিতা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঝড় বইছে বলিউডে এবং নেটপাড়ায়। এককথায় বলতে গেলে বলিউড থেকে সোশ্যাল মিডিয়া সুস্মিতা সেন ও ললিত মোদীই যেন নেটপাড়ার হটকেক। তিনি যে কতটা প্রেমে থাকতে ভালবাসেন তা সকলেরই জানা। জীবনে আসা এত পুরুষের মধ্যে শেষমেষ যে প্রাক্তন আইপিএল কর্তার প্রেমে পড়লেন সুস্মিতা সেন।

1111

সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক অন্তরঙ্গ ছবি ও রোম্যান্টিক ক্যাপশনে নিজের প্রেমের কথা ফাঁস করেছেন প্রাক্তন আইপিএল কর্তা। পরিবারের সঙ্গে মলদ্বীপ ও সার্ডিনিয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করার পরই সুস্মিতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিজের বেটার হাফ বলও উল্লেখ করেন ললিত মোদী। সুস্মিতার বাঁ হাতের অনামিকায় জ্বলজ্বল করছে একটি বিশালকৃতির হিরের আংটি। যা দেখে সকলে একপ্রকার ধরেই নিয়েছিলেন, গোপনে কি তবে বাগদানও সেরে ফেলেছেন। তবে সেই ভুলও সংশোধন করে ললিত মোদী জানিয়েছেন, এখন শুধু একে অপরকে ডেট করছি। তবে ললিতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পিকটি নট সুস্মিতা সেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos