সুস্মিতার শরীরী ছোঁয়ায় পাগল হলেন ললিত, 'বেটা মন মে লাড্ডু ফুটা' ক্যাচলাইনে মাতল সাইবারবাসী

Published : Jul 15, 2022, 01:43 PM IST

পাগল হয়ে গিয়েছেন ললিত মোদী। বৃহস্পতিবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সম্পর্ককে প্রকাশ্যে নিয়ে এসেছেন তাতে এমনটাই প্রকাশ পাচ্ছে। ললিত মোদী যতটা সোচ্চার এই সম্পর্ককে নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও সাড়া নেই সুস্মিতা সেনের পক্ষ থেকে। শুধুমাত্র একটি ইঙ্গিতপূর্ণ ইনস্ট্রাগ্রাম পোস্ট সুস্মিতা করেছেন শুক্রবার সকাল পর্যন্ত। ললিত মোদীর পোস্টে এখন কমেন্টের বন্যা। সুস্মিতার সঙ্গে ললিত মোদীর ঘনিষ্ঠতা নতুন কোনও বিষয় নয়। কারণ, সুস্মিতা যখন তাঁর অল্পবয়সে খ্যাতির চূড়ান্ত শিখরে তখন ললিত মোদী ভারতের ক্রিকেট ময়দানের কর্মকর্তাদের বাদশা। তারমধ্যে আইপিএল-এর সাফল্য ললিত মোদী রাতারাতি বিশাল প্রভাবশালী ও ক্ষমতাবান এবং অবশ্য গ্ল্যামারার্স দুনিয়ার এক কেস্টবিস্টু হওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু, সেই ললিত মোদী এখন অতিতের ছায়া। বর্তমান সময়ের ললিত মোদী এখন বার্ধক্যের পথে, স্থুলকায় চেহারা। লন্ডনে বিলাসবহুল এবং মিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বসে থাকলেও গায়ে পলাতকের তকমা। প্রাক্তন বিশ্বসুন্দরী ও সবসময়ে ভারতীয় গ্ল্যামার সর্বস্ব দুনিয়ার অন্যতম রূপের রানি সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ককে ঘিরে এহেন ললিত মোদীর আনন্দ উচ্ছ্বাস দেখে সকলেই স্মরণ করছেন সেই বিখ্যাত বিজ্ঞাপণের ক্যাচলাইন- 'বেটা মন মে লাড্ডু ফুটা'।

PREV
115
 সুস্মিতার শরীরী ছোঁয়ায় পাগল হলেন ললিত, 'বেটা মন মে লাড্ডু ফুটা' ক্যাচলাইনে মাতল সাইবারবাসী

বয়স যে নিছক একটা সংখ্যামাত্র তা বারেবারে প্রমাণ করে দিচ্ছেন বলি তারকারা। প্রেম সব বয়সেই আসতে পারে, আসলে প্রেমের কোনও বয়স হয় না,তা যেন  ললিত ও সুস্মিতা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
 

215

ললিত মোদী ৫৬ এবং সুস্মিতা সেন ৪৬। একজন প্রায় ৬০-এর কোটায় আর অন্যজন ৫০ -এর কোটায়। এই বয়সে জীবনে প্রেম এসে তার পরিণতি যে কী হতে পারে তা ললিতকে না দেখলে বিশ্বাস হবে না। সুস্মিতাকে কাছে পেয়ে যেন পাগল হয়ে গিয়েছেন ললিত মোদী।

315

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঝড় বইছে বলিউডে এবং নেটপাড়ায়। এককথায় বলতে গেলে বলিউড থেকে সোশ্যাল মিডিয়া সুস্মিতা সেন ও ললিত মোদীই যেন নেটপাড়ার হটকেক। তিনি যে কতটা প্রেমে থাকতে ভালবাসেন তা সকলেরই জানা। জীবনে আসা এত পুরুষের মধ্যে শেষমেষ যে প্রাক্তন আইপিএল কর্তার প্রেমে পড়লেন সুস্মিতা সেন।

415

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যেন সকলের চোখ কপালে তুলে দিয়েছেন ললিত মোদী। সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক অন্তরঙ্গ ছবি ও রোম্যান্টিক ক্যাপশনে নিজের প্রেমের কথা ফাঁস করেছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী। পরিবারের সঙ্গে মলদ্বীপ ও সার্ডিনিয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করার পরই সুস্মিতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিজের বেটার হাফ বলেও সুস্মিতাকে উল্লেখ করেন ললিত মোদী।

515

কোথাও বুকে মাথা দিয়ে তো কখনও আবার কাঁধে, প্রাক্তন আইপিএল কর্তার সঙ্গে অন্তরঙ্গ ছবিই বলে দিয়েছে কতটা প্রেমে রয়েছেন সুস্মিতা সেন। রোম্যান্টিক মুহূর্ত কাটাতে বেছে নিয়েছিলেন নীল জলরাশি। মলদ্বীপের নীল গভীরেই যেন ডুব দিয়ে শুরু করলেন জীবনের নয়া ইনিংস।নয়া সম্পর্কের কথা নিজের মুখে জানাননি সুস্মিতা সেন।

615


ললিত মোদী যতটা সোচ্চার তার নতুন সম্পর্ককে নিয়ে  ঠিক পুরোটাই উল্টো সুস্মিতার। এখনও পর্যন্ত তেমন কোনও সাড়া নেই সুস্মিতা সেনের পক্ষ থেকে। শুধুমাত্র একটি ইঙ্গিতপূর্ণ ইনস্ট্রাগ্রাম পোস্ট সুস্মিতা করেছেন শুক্রবার সকাল পর্যন্ত। ললিত মোদীর পোস্টে এখন কমেন্টের বন্যা। 

715

সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মেই সুস্মিতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি এবং রোম্যান্টিক ক্যাপশন শেয়ার করেছেন ললিত  মোদী। ইতিমধ্যেই যা নিয়ে ট্রোলিং শুরু হয়ে গেছে। সুস্মিতা সেনের পুরোনো প্রেমিক রহমান শলকে নিয়েও খোঁচা দিতে ছাড়েন নি নেটিজেনরা।

815


ললিত মোদীর এই কীর্তি দেখে নেটিজেনদের একজন বলছেন। নিজের মতো করে এনজয় করো। আপনি হলেন ইন্ডিয়ান ক্রিকেটের সেই বিখ্যাত ব্যক্তিত্ব যিনি আগামী প্রজন্মের ভবিষ্যত ঘুরিয়ে দিয়েছেন।

915

কেউ কেউ আবার ললিত মোদী ও  সুস্মিতা সেনকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং বলেছেন আপনারা দুজনেই অনেকেরই অনুপ্রেরণা।  কেউ বলেছেন মোদী হ্যায় তো সবকিছু মুমকিন হ্যায়। এই ধরনের একাধিক মন্তব্যে ভরে গিয়েছে নেটদুনিয়া।

1015

প্রাক্তন বিশ্বসুন্দরী ও ভারতীয় গ্ল্যামার দুনিয়ার অন্যতম রূপের রানি সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ককে ঘিরে এহেন ললিত মোদীর আনন্দ উচ্ছ্বাস দেখে সকলেই এখন স্মরণ করছেন সেই বিখ্যাত বিজ্ঞাপণের ক্যাচলাইন- 'বেটা মন মে লাড্ডু ফুটা'।

1115

সুস্মিতার সঙ্গে ললিত মোদীর ঘনিষ্ঠতা নতুন কোনও বিষয় নয়। কারণ, সুস্মিতা যখন তাঁর অল্পবয়সে খ্যাতির চূড়ান্ত শিখরে তখন ললিত মোদী ভারতের ক্রিকেট ময়দানের কর্মকর্তাদের বাদশা। তারমধ্যে আইপিএল-এর সাফল্য ললিত মোদী রাতারাতি বিশাল প্রভাবশালী ও ক্ষমতাবান এবং অবশ্য গ্ল্যামারার্স দুনিয়ার এক কেস্টবিস্টু হওয়ার সুযোগ করে দিয়েছিল। 

1215

বর্তমান সময়ের ললিত মোদী এখন বার্ধক্যের পথে, স্থুলকায় চেহারা, শুধু তাই নয় তিন সন্তানের বাবাও । লন্ডনে বিলাসবহুল এবং মিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বসে থাকলেও গায়ে রয়েছে পলাতকের তকমা।  তবে এই বয়সে এসে,আইপিএল কেলেঙ্কারিতে নাম জড়ানো ললিত মোদী কিসের জাদুতে সুস্মিতার মন জিতলেন তা নিয়েও চর্চার শেষ নেই নেটপাড়ায়।
 

1315


নেটপাড়ায় একাংশের দাবি, টাকা দিয়ে সবকিছুকেই জেতা যায়। তবে কি ললিত মোদীর টাকার লোভেই প্রেম করেছন সুস্মিতা সেন, তেমনটাই দাবি করছেন একাংশ। ইতিমধ্যেই একগুচ্ছ মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যার জেরে কটাক্ষের  মুখে পড়েছেন।

1415

ললিত মোদীর সঙ্গে এই গোপন সম্পর্কের ইঙ্গিত কেউই টের পাননি। সদ্য বিচ্ছেদ হওয়া রহমানের সঙ্গে বহুবার দেখা গিয়েছে সুস্মিতাতে। তবে রহমানকে যে এতটা তাড়াতাড়ি ভুলে নতুন সম্পর্কে জড়িয়ে পড়বেন এটা অভিনেত্রীর পরিবারও মানতে পারছেন না। কিন্তু সোশ্যাল মিডিয়া যেন সবটা স্পষ্ট করে দিয়েছে। 
 

1515

জীবনে এসেছে একাধিক প্রেম। তবে কোনও প্রেমই টেকেনি সুস্মিতার। কখনও মুম্বইয়ের রেস্তোরাঁর মালিক রিতিক ভাসিন, কখনও বলিউড অভিনেতা রণদ্বীপ হুডা। আবার কখনও পরিচালক বিক্রম ভাট, কখনও নাম জড়িয়েছে অনিল আম্বানির সঙ্গে। শেষ কয়েক বছরে বয়সে অনেকটাই ছোট রহমানের সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়েছিলেন সুস্মিতা। যদিও এসব এখন অতীত। একবার নয়, তিনবার বিয়ে হতে হতে বেঁচেছেন সুস্মিতা, এখন এই নায়িকার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন ললিত মোদী।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories