সলমন খানঃ বিগ বসে এখন তিনি হোস্ট হিসেবে সবচেয়ে ডিমান্ডেড অভিনেতা। অমিতাভ বচ্চন, আরশাদ ওয়ার্সি, শিল্পা শেট্টি, ফারহা খান উপস্থাপনা করলেও সলমনের ডিমান্ডই বেশি। এক একটি এপিসোডে তিমনি আট কোটি পারিশ্রমিক পান। যা হয়তো বলিউড নায়িকার একটি ছবির পারিশ্রমিক হয়ে দাঁড়ায়।