Published : Apr 19, 2020, 04:17 PM ISTUpdated : Apr 19, 2020, 04:18 PM IST
ভুতের কবলে যে পড়েছে, বিশ্বাস সেই করেছে। আর যাঁরা দেখেননি তাঁরা মনে করেন ভুত বলে কিছুই নেই। যদিও এই তর্ক দীর্ঘদিনের। মানুষের মনে ভুত নিয়ে একাধিক ভয়। কেউ রাতে ভয় পান, কেউ আবার বাইরে বেরতে ভয় পান, কেউ আবার ভুতের সিনেমা দেখেই কাবু। বলিউড তারকাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা ভুতের কবলে পড়েছেন বলে দাবি করেন।
বরুণ ধাওয়ানঃ বরুণ ধাওয়ানের ধারণা তিনি ভুতের কবলে পড়েছিলেন। এবিসিডি ২ ছবির শ্যুটিং-এর জন্য লাস ভেগাসে গিয়েছিলেন তিনি। সেখানে একটি হোটেলে উঠেছিলেন যেখানে সমস্যা দেখা যায়।
210
বরুণ ধাওয়ান রাতের হোটেলের বাইরে তিনি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করেছিলেন। এরপর তিনি নিজেকে বুঝিয়ে কোনও মত রাত কাটান হনুমান চল্লিশা পাঠ করে।
310
বিপাশা বসুঃ বিপাশা বসু গুনহা ছবির শ্যুটিং-এ গিয়েছিলেন। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে।
410
ইউনিটে থাকা একটি মেয়ে হঠাৎই কেমন অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। দেখে থতমত খেয়ে গিয়েছিলেন খোদ ছবির পরিচালক। তারপর তাঁরা সেখান থেকে চলে যান অন্য হোটেলেন।
510
ইমরান হাসমিঃ একের পর এক বলিউডে ভুতের ছবি উপহার দিয়েছেন এই তারকা। এমনই পরিস্থিতিতে বন্ধুদের সঙ্গে একবার ছুটি কাটাতে গিয়েছিলেন ইমরান হাসমি।
610
যে হোটেলে উঠেছিলেন সেখানে রাতভর আওয়াজ শোনা যেত। তিনি প্রথমে বিশ্বাস না করে ঘর থেকে বেরিয়ে আসেন, কিন্তু সেখানে কেউ ছিল না।
710
সোহা আলি খানঃ সোহা আলি খান গুজরাতের এক প্রাসাদে শুটিং করতে গিয়েছিলেন। সেখানে একটা খালি ঘর ছিল। রাতভর সেখান থেকে আওয়াজ শোনা যায়।
810
তবে ভয় এতটাই বেড়ে গিয়েছিল সকলের মনে, যে সেখানে থেকে পুরো ছবির টিমই চলে গিয়েছিলেন অন্য হোটেলে।
910
গোবিন্দাঃ গোবিন্দার অভিজ্ঞতা সব থেকে ভয়াবহ। তিনি এক পাহাড়ি অঞ্চলে শ্যুটিং-এর জন্য গিয়েছিলেন। সেখানেই ভয়াবহ পরিস্থিতির সন্মুখীন হয়েছিলেন অভিনেতা।
1010
গোবিন্দার মধ্যরাতে মনে হয় যে তাঁর ওপর কেউ একজন বসে আছেন। মুহূর্তে তিনি উঠে পড়েন। এরপর বাইরে এসে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।