Published : Apr 01, 2020, 03:08 PM ISTUpdated : Apr 01, 2020, 03:11 PM IST
প্রেমের ক্ষেত্রে বলিউড তারকারা বরাবরই সচেতন। সম্পর্ক যদি হয় পোক্ত প্রেমের ক্ষেত্রে বলিউড তারকারা খুব একটা পিছু পা হল না। সোশ্যাল ট্যাবু ভেঙে তেমনই পদক্ষেপ তুলেছিলেন একাধিক তারকারা।
অভিষেক-ঐশ্বর্যঃ অভিষেকের বয়স ছিল ৩২, তখন ঐশ্বর্যের বয়স ছিল ৩৪। তবে সম্পর্কে তা কখনও প্রভাব ফেলেনি।
210
সইফ-অমৃতা- অমৃতা ছিলেন ৩৫ বছরের। তখন সইফ আলি খানের বয়স ছিল ২১।
310
করণ-বিপাশাঃ বিপাশা যখন ৩৮ বছরের ছিলেন তখন করণের বয়স ছিল ৩৩। একে অন্যের থেকে তাঁরা পাঁচ বছরের বড় ছিলেন।
410
নিক-প্রিয়ঙ্কাঃ নিকের থেকে প্রিয়ঙ্কা দশ বছরের বড়। তাঁর বয়স ছিল ৩৬ যখন নিকের বয়স ছিল মাত্র ২৬ বছর।
510
ফারহান-আধুনাঃ ফারহানের থেকে আধুনা বড় ছিল ছয় বছরের। কিন্তু ১৫ বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়।
610
অর্জুন-মেহেরঃ অর্জুন রামপাল তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মেহেরকে বিয়ে করেছিলেন। তাঁদের মধ্যে বয়সের ব্যবধান ছিল ৬ বছরের। তবে ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
710
কুনাল-সোহাঃ কুনালের থেকে সোহা পাঁচ বছরের বড়। তাঁরা বিয়ে করেন ২০১৫ সালে। একটা মেয়েও আছে তাঁদের।
810
ধনুষ-ঐশ্বর্যঃ রজনীকান্তের মেয়েকে বিয়ে করেন ধনুষ। তেরো বছর তাঁদের বিয়ে হয়েছে। ঐশ্বর্য ধনুষের থেকে দু বছরের বড়।
910
নেহা-অঙ্গতঃ নেহা অঙ্গতের থেকে দু বছরের বড়। নেহা অন্তঃসত্ত্বা হওয়ার পর এই বিয়ে করেন তাঁরা।
1010
সুনীল-নার্গিসঃ এক বছরের বড় ছিলেন নার্গিস। তাঁদের তিনটি সন্তানও হয়। এবং তাঁরা দীর্ঘদিন সম্পর্কে ছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।