Published : Sep 01, 2020, 01:53 PM ISTUpdated : Sep 01, 2020, 02:13 PM IST
সিবিআই টানা তিন দিন ধরে জেরা করেছে রিয়া চক্রবর্তীকে। তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্ক থেকে শুরু করে অভিনেতার শেষ কটাদিনের গতিবিধি, সবই ক্ষতিয়ে দেখছে সিবিআই। এবার পঞ্চম দিনে সিবিআইয়ের সময় পেল রিয়ার পরিবার। জেরা করা হবে এবার তাঁদের।