জেরার মুখে এবার রিয়ার পরিবার, পৌঁচ্ছল সিবিআই-এর সমন, জেরা করা হবে শৌভিককেও

Published : Sep 01, 2020, 01:53 PM ISTUpdated : Sep 01, 2020, 02:13 PM IST

সিবিআই টানা তিন দিন ধরে জেরা করেছে রিয়া চক্রবর্তীকে। তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্ক থেকে শুরু করে অভিনেতার শেষ কটাদিনের গতিবিধি, সবই ক্ষতিয়ে দেখছে সিবিআই। এবার পঞ্চম দিনে সিবিআইয়ের সময় পেল রিয়ার পরিবার। জেরা করা হবে এবার তাঁদের। 

PREV
18
জেরার মুখে এবার রিয়ার পরিবার, পৌঁচ্ছল সিবিআই-এর সমন, জেরা করা হবে শৌভিককেও

সিবিআই-এর হাতে সুশান্তের মৃত্যুর তদন্তের ভার ওঠার পরই টানা তিন দিন জেরার মুখে পড়তে হয় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। 

28

একের পর এক প্রশ্নবাণে জর্জরিত রিয়া। মিলছিল না সহযোগিতা। চরও খেতে হয়েছে তাঁকে। তবে এবার রিয়ার পালা শেষ। 

38

সিবিআইয়ের সমন পৌঁচ্ছল তাঁর পরিবারের কাছে। দডেকে পাঠানো হল রিয়া চক্রবর্তীর মা সন্ধ্যা চক্রবর্তী ও তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। 

48

মঙ্গলবারই সিবিআই দফতরে দিতে হতে পারে হাজিরা। মেয়ের জেরা চলার সময় একাধিকবার মুম্বই পুলিশের কাছে যেতে দেখা গিয়েছে রিয়ার মা-বাবাকে। 

58

সুশান্তের মৃত্যুতে রিয়ার কী যোগ, কেমন ছিল তাঁদের সম্পর্ক! সুশান্তকে বাড়িতে এনে রেখেছিলেন রিয়া, এমনই হাজারও প্রশ্ন এখন তাঁদের অপেক্ষায়। 

68

পাশাপাশি ক্ষতিয়ে দেখা হবে আয়ের পরিমাণ। মেয়ের গতিবিধিও ঝালিয়ে নেওয়া হবে। সুশান্তের পরিবারের দাবি ছেলেকে নাকি রিয়া নিজের পরিবারের দিকে টেনে রাখত। 

78

ঘটনার বিস্তারিত তথ্য এবার যাচাই করে নেওয়ার পালা। কী বলছে রিয়া চকর্বর্তীর বাবা-মা! জেরা করা হবে শৌভিককেও। তাঁর সঙ্গে রিয়ার একাধিক চ্যাট ফাঁস। 

88

মদক চক্রে কি রিয়ার সঙ্গে জড়িয়ে ছিলেন তিনিও, তাও দেখা হচ্ছে। ডেকে পাঠানো হয়েছে তাঁকেও। ওপর দিকে জেরার মুখে পড়তে হচ্ছে সুশানতের দিদি মিতুকেও। 

click me!

Recommended Stories