সুশান্তের বাড়িতে ফের সিবিআই, সঙ্গে ছিলেন অভিনেতার দিদি মিতু ও সিদ্ধার্থ

সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটে ফের গিয়ে পৌঁছল সিবিআই-এর টিম। অপরাধের দৃশ্য পুনঃগঠন হল মো ব্ল বিল্ডিংয়ের সুশান্তের ফ্ল্যাটে। শনিবার সকালে সিবিআই-এর দল এবং এইমস-এর ডাক্তার সহ ফরেনসিক টিম। সঙ্গে ছিলেন সুশান্তের দিদি মিতু সিং, প্রয়াত অভিনেতার বন্ধু এবং ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিছানি, রাঁধুনি কেশব, কেয়ারটেকার নীরজ সিং। এদের সকলকে নিয়ে ফ্ল্যাটে গিয়ে পৌঁছয় সিবিআই-এর বিশেষ টিম। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Adrika Das | Published : Sep 5, 2020 12:47 PM IST
19
সুশান্তের বাড়িতে ফের সিবিআই, সঙ্গে ছিলেন অভিনেতার দিদি মিতু ও সিদ্ধার্থ

সুশান্ত মৃত্যু মামলায় দিনের পর দিন পাওয়া যাচ্ছে নয়া মোড়। সম্প্রতি মাদকের বিষয় উঠে এসেছে নানা তথ্য। 

29

যার জেরে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। 

39

আদালতে পেশ করার পর তাঁদের টানা চারদিনের জন্য নার্কোটিক্স কন্ট্রোল বিউরিও-র হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়েছে। 

49

ঝড়ের গতিতে এনসিবি চালাচ্ছে তাদের তদন্ত। থেমে নেই সিবিআই-ও। সিবিআই জোর কদমে চালাচ্ছে তদন্ত। 

59

সুশান্ত ফ্ল্যাটের ছাদে দেখা গিয়েছে অফিসারদের ছবি। বাড়ির বাইরে দেখা গিয়েছে সিদ্ধার্থ এবং মিতুকে। 

69

সিবিআই টিমের সঙ্গে এইমসের ডাক্তার, ফরেনসিক টিম এবং সিদ্ধার্থ, নীরজ, কেশব বেরিয়ে গেলেও মিতু ছিলেন সেখানেই। 

79

মিতু দীর্ঘক্ষণ সুশান্তের ফ্ল্যাটেই ছিলেন। সুশান্তের মৃত্যুর রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে দেশবাসীর কাছে। 

89

সুশান্তের মৃত্যুকে আজও খুন বলেই দাবি করে চলেছে ভক্তরা। রিয়াকেও গ্রেফতারের দাবি করেছে নেটিজেনরা।

99

তবে সূত্রের খবর, রিয়াকে এনসিবি সমন করবে শীঘ্রই। তাঁকেও টানা জেরার মধ্যে পড়তে হতে পারে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos