সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত যতই এগোচ্ছে ততই যেন তা জটিল হয়ে উঠছে। ১৪ জুন তাঁর মৃত্যর খবরের পাশাপাশি উঠে এসেছিল অবসাদের ভোগার খবরও।
বলিউডে তিনি কোণ ঠাঁসা, নেই কোনও গড ফাদার, তাই মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন তিনি। এমনটাই উঠে এসেছিল খবর।
কিন্তু এরই বেশ কিছুদিনের মাথায় পরিবারের তরফ থেকে সন্দেহ প্রকাশ করে অভিযোগ দায়ের করা হয়। পর্বর্তীতে যা একাধিক মোড় নিয়ে হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে।
যার ফলে তদন্তে নামানো হয় সিবিআই। সেখান থেকে একের পর এক তথ্য সামনে উঠে আসতে দেখা যায়। সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্ত নিয়েও তৈরি হয়েছে সংশয়।
তাই বর্তমানে কারুর মুখের কথা বিশ্বাস করা নয়। সুশান্তের মনের ময়নাতদন্ত করাবেন এবার সিবিআই। এটি এক বিরল ময়নাতদন্ত।
অতীতে মাত্র দুবারই হয়েছে এই ময়নাতদন্ত- সুনন্দা পুস্কর মৃত্যু রহস্য এবং বুরারি গণ আত্মহত্যার ঘটনায়। এবার তা প্রয়োগ করা হবে সুশান্তের জন্য।
এই ময়নাতদন্তে ক্ষতিয়ে দেখা হবে তাঁর মানসিক অবস্থা, তাঁর কথা বার্তা ও আচরণ, সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে হোয়াটস অ্যাপ।
সোমবার রাতেই প্রকাশ্যে আসে এই খবর। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হচ্ছে সুশান্তের চিকিৎসকদের।
Jayita Chandra