কলেজ প্রেমে হৃদয়ে লাব ডুব লাব ডুব, সরস্বতী পুজোর আবহে বলিউডের মাখো মাখো ভালোবাসার ১০ ছবি

Published : Jan 30, 2022, 01:44 PM IST

সরস্বতী পুজো মানেই শৈশবের স্মৃতি, কলেজে ঢুকে প্রথম কাউকে ভালোলাগা, বন্ধুত্বের রঙিন দিনগুলো যেন সকলের স্মৃতিতে ফিরে ফিরে আসে। সিনেমার পর্দায় হোক বা বাস্তবে, কলেজ জীবনের প্রেম মানেই নস্টালজিয়া। আর এমনই একগুচ্ছ গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিটাউনের ফ্রেমে। ফিরে দেখা যাক তেমনই সেরা ১০ ছবি। 

PREV
110
কলেজ প্রেমে হৃদয়ে লাব ডুব লাব ডুব, সরস্বতী পুজোর আবহে বলিউডের মাখো মাখো ভালোবাসার ১০ ছবি

স্টুডেন্ড অব দ্য ইয়ার (tudents of the year)- তিন বন্ধুর গল্প, যেখানে প্রতিটা ছত্রে জড়িয়ে রয়েছে এক প্রতিযোগিতা, যার সঙ্গে সমানতালে বেড়ে ওঠা সম্পর্ক ও সম্পর্কের মাঝে থাকা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে গল্প হয়ে ওঠে প্রাণবন্ত, আছে বন্ধুত্ব আগে ভালোবাসা, আছে প্রথম থেকে শেশ পর্যন্ত কেবলই কলেজ লাইফের কাহিনি। এই ছবি মুক্তি পাওয়ার পরই বিটাউন পেয়েছিল তিন স্টারকে।

210

কুচ কুচ হোতা হ্যায় (Kuch Kuch hota hai)- কুচ কুচ হোতা হ্যায়, কলেজ জীবন থেকে গল্প শুরু, প্রথম দেখা, প্রথম ভালোলাগা, নবাগতাকে ঘিরে উত্তেজনা, পার্টি ও সম্পর্ক, সবটা মিলিয়ে এক ভরপুর ফ্যামিলি ছবি কুচ কুচ হোতা হ্যায়। যেখানে শারুখ কাজল ও রানির সম্পর্কের মাঝে থাকা এক বলা-না-বলা ভালোবাসার টানাপোড়েনই ছবি ইউএসপি হয়ে ওঠে। 

310

স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ (students of the year 2)- স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মতই এই ছবির ছত্রে ছত্রে জড়িয়ে রয়েছে কলেজ কম্পিটিশন। রয়েছে বন্ধুত্বের গল্প। তারই মাঝে মন ভাঙা গড়া, পাশাপাশি মন দেওয়া-নেওয়ার পালা চলতে থাকে সমান তালে। সেখানে গিয়েই কোথাও যেন হারিয়ে যায় প্রকৃত বন্ধুত্বের সংজ্ঞা, ভালেবাসা জায়গা করে নেয় বিশ্বাসকে কেন্দ্র করে। এই ছবিও বিটাউনকে দিয়েছিল দুই জনপ্রিয় অভিনেত্রী। 

410

টু স্টেটস (Two States)- টু স্টেটস, বিদ্যাস্থান মানেই বিভিন্ন জায়গা, বিভিন্ন জাতী ধর্মের সব ছাত্র ছাত্রীদের এক ছাদের তলায় নিয়ে আসে। আর তাই একই ভাবো দুই রাজ্যের দুই সম্প্রদায়ের ছাত্র ছাত্রীকে এক ছাদের তলায় নিয়ে এসেছিল কলেজ লাইফ। সেখান থেকেই গড়ে ওঠা ভালোবাসা আর রাজ্যের সীমানা পেরিয়ে সেই সম্পর্ককে পরিণতি দেওয়া। এমনই ছকে বাঁধা গল্প হল টু স্টেটস। 

510

ম্যায় হু না (Main Hoon Na)- কলেজ জীবন, বন্ধু পাশাপাশি শিক্ষক-শিক্ষীকা, পরিবার সব নিয়ে জড়েয় থাকা একাধিক পড়ুয়ার কাহিনি, যা পরতে-পরতে ছড়িয়ে রয়েছে এই ছবিতে। যেখানে জাতীয়স্তরের ক্রাইম ছবির অংশ হয়ে উঠলেও সেখানেও জায়গা করে নেয় বন্ধুত্ব ও প্রেম। অ্যাকশনর পাশাপাশি সকলকে তাল লাগায় এই ছবির অনবদ্য কমিক টাইমিং। 

610

ছিঁছোড়ে (Chhichhore)- বন্ধুত্বের গল্প, কলেজ জীবন, প্রেম ও তা থেকে গড়ে ওঠা নানান ছোট ছোট কাহিনির কোলাজ গল্পকে এগিয়ে নিয়ে যায়। যা এই ছবিকে সকলের মনে জায়গা করে দেয় পলকে। হস্টেল লাইফ, কলেজ পড়ুয়ার জীবনে ছোট ছোট প্রেসার চ্যালেঞ্জ ও এক অটুট বন্ধুত্বের কাহিনি। এই ছবিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 

710

ইয়ারিয়া (Yaariyan)- ছবির গল্প খুবই সাধারণ। কয়েকটি ছবির গল্পের সংমিশ্রণে এই ছবির গল্প বললে খুব ভুল হবে না। কিন্তু বক্স অফিসে এই ছবি ছক্কা হাঁকিয়েছিল। একের পর এক ছবি ঘিরে বিটাউনে যখন কেবল কলেজ লাইফ চর্চা, তখনই এই ছবি তালিকাতে ছিল নতুন সংযোজন। ছবির গল্প সাধারণ হলেও এর মহার মজার কাণ্ড কাহিনি সকলের মন ছুঁয়েছিল। 
 

810

থ্রি ইডিয়টস (Three Idots)- ইঞ্জিনিয়ারিং কলেজের চাপ, ছাত্র ছাত্রীদের কলেজে ঢোকার পর থেকেই যে যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, পরিবারে যে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এই গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই বস কাহিনি। পাশাপাশি কলেজ জীবনের তিন বন্ধুর গল্প, যাঁদের সম্পর্কের সমীকরণ থেকে যায় সারা জীবন, বন্ধুর জন্য ঠিক কতটা ঝুঁকিয় নেওয়া যায়, তারও এক সুন্দর কাহিনি এই বক্স অফিস হিট ছবি থ্রি ইডিয়টস। 

910

রঙ দে বসন্তী (Raang De Basanti)- রঙ দে বসন্তী, এক বন্ধুদের গ্রুপ, যাদের মধ্যে রয়েছে বিশ্বাস, ভরসা, বড় কিছু করার স্বপ্ন, রয়েছে জেদ, রয়েছে তেজ, রয়েছে বিপ্লবীদের ছাপ, যাদের প্রতিটা ধাপে ধাপে নিজেকে প্রমাণ করার উচ্চাকাঙ্খা, যা এক সময় তাদের প্রাণের ঝুঁকিয়ে পৌঁছে গেলেও তারা পিছু পা হয় না সত্যের সঙ্গ ছাড়তে। 

1010

জনে তু ইয়া জানে না (jaane tu ya jaane na)- স্কুল জীবনের প্রেম, আর তার টানে আকাশ পাতাল এক করে তোলা, টিনেজারদের মনে গেঁথে থাকা অন্যতম ছবি হল জানে তু ইয়া জানে না। এই ছবির গল্পে  জড়িয়ে থাকা ভালোবাসা সম্পর্ক, গল্প কোথাও যেন মিলে মিশে একাকার দুইয়ের আবেগের মাঝে। আর তা দিয়েই বোনা ছবির কাহিনি। 

click me!

Recommended Stories