রঙ দে বসন্তী (Raang De Basanti)- রঙ দে বসন্তী, এক বন্ধুদের গ্রুপ, যাদের মধ্যে রয়েছে বিশ্বাস, ভরসা, বড় কিছু করার স্বপ্ন, রয়েছে জেদ, রয়েছে তেজ, রয়েছে বিপ্লবীদের ছাপ, যাদের প্রতিটা ধাপে ধাপে নিজেকে প্রমাণ করার উচ্চাকাঙ্খা, যা এক সময় তাদের প্রাণের ঝুঁকিয়ে পৌঁছে গেলেও তারা পিছু পা হয় না সত্যের সঙ্গ ছাড়তে।