বিয়ের পিঁড়িতে চাহাল, গলায় মালা দিলেন কোরিওগ্রাফার ও ইউটিউবার ধনুশ্রীর

Published : Dec 23, 2020, 07:46 AM ISTUpdated : Dec 23, 2020, 08:15 AM IST

মঙ্গলবার গুরগ্রামে বসেছিল আলিসান বিয়ের আসর। একের পর এক সেলেবের বিয়ের তালিকাতে এবার জুড়ল ধুনশ্রী ও চাওলার নামও। মঙ্গলবারই হল চারহাত এক। কনের সাজে তাক লাগালেন ধনুশ্রী... 

PREV
16
বিয়ের পিঁড়িতে চাহাল, গলায় মালা দিলেন কোরিওগ্রাফার ও ইউটিউবার ধনুশ্রীর

মঙ্গলবার গুরগ্রামে হিন্দু মতে বিয়ে সেরে ফেললেন এই জুটি। বিয়ের আসর বসেছিল গুরগ্রামের কর্মা লেক রিসর্টে। 

26

বিয়ের প্রথম ছবি সামনে আসতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। লহেঙ্গায় এদিন সকলের নজর কারেন ধনুশ্রী। 

36

এক সাক্ষাৎকারে ধনুশ্রী খোলসা করেছিলেন চাহাল  তাঁকে প্রপোজ করেছিলেন। আর মুহূর্তে তিনি হ্যাঁ বলে সম্মতি জানিয়েছিলেন। 

46

কীভাবে আলাপ তাঁদের, ধনুশ্রীর নাচের ভিডিও দেখতেন চাহাল। তাঁর কথায় এটা একটা শিক্ষক ও ছাত্রের সম্পর্কের মত। 

56

ধনুশ্রী জানায় আমার কাজ দেখে ওর ভালো লাগে, ও আরো কিছু শেখার জন্য যোগাযোগ করেন। সেখান থেকেই সাক্ষাৎ। 

66

বিয়ের আগেই একসঙ্গে ট্রিপে গিয়ে ভাইরাল হয় এই জুটি। ছবি ছড়িয়ে পড়েছিল নেট মহলে। এবার হল চার হাত এক। 

click me!

Recommended Stories